Advertisement

UPSC CDS 2 Admit Card 2021 : ইউপিএসসি সিডিএস ২-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, জানুন সহজে ডাউনলোডের উপায়

UPSC CDS 2 Admit Card 2021: ইউপিএসসি সিডিএস-২ পরীক্ষা (UPSC CDS 2) হবে ১৪ নভেম্বরে। এই পরীক্ষা অফলাইনে নেওয়া হবে।

ইউপিএসসি-র সিডিএস-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 23 Oct 2021,
  • अपडेटेड 2:13 PM IST
  • ইউপিএসসি-র সিডিএস-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে
  • যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁরা সরকারি ওয়েবসাইট upsconline.nic.in-এ যেতে হবে
  • এবং সেখান থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন

UPSC CDS 2 Admit Card 2021:ইউপিএসসি-র সিডিএস-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড (UPSC CDS 2 Admit Card 2021) দেওয়া শুরু হয়েছে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁরা সরকারি ওয়েবসাইট upsconline.nic.in-এ যেতে হবে। 

এবং সেখান থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার জন্য আরও কিছুটা সময় রয়েছে। ইউপিএসসি সিডিএস-২ পরীক্ষা (UPSC CDS 2) হবে ১৪ নভেম্বরে। এই পরীক্ষা অফলাইনে নেওয়া হবে।

পরীক্ষা হলে অ্যাডমিট কার্ডের পাশাপাশি পরীক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

ইউপিএসসি সিডিএস-২- (UPSC CDS 2)এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন খুব সহজেই। এর জন্য এই ধাপগুলি দেখে নিন-
প্রথম পদক্ষেপ: সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ যেতে হবে
দ্বিতীয় পদক্ষেপ: এরপর হোম পেজে দেখা যাবে, লেটেস্ট সেকশন, সেখানে যান
তৃতীয় পদক্ষেপ: এবার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন
চতুর্থ পদক্ষেপ: এবার খুলে যাবে নতুন পেজ। নিজের ক্রেডেনশিয়াল দিতে হবে
পঞ্চম পদক্ষেপ: অ্যাডমিট কার্ড দেখা যাবে স্ক্রিনে, ডাউনলোড করে নিন

প্রিন্ট আউট
নিজের অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট আউট অবশ্য়ই রাখবেন। অ্যাডমিট কার্ড দিয়েই পরীক্ষার্থা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা হবে ৩০০ নম্বরের। যা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৩ ঘণ্টা। 

এই পরীক্ষার মাধ্যমে মোট ৩৩৯ জনকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। থাকবে সিসিটিভি-র নজরদারি। পরীক্ষা সংক্রান্ত অন্য যে কনও তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট দেখতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement