Advertisement

Interview Questions : একজন মানুষ ৮ দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?

Interview Questions : নানা সরকারি চাকরির পরীক্ষায় যাঁরা ইন্টারভিউ দিতে যান, তাঁদের এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়, যা বেশ কঠিন। শুধু বিষয়ভিত্তিক প্রশ্নই নয়, অনেক সাধারণ জ্ঞানের প্রশ্নও করা হয় তাঁদের। রইল তারই কিছুন নমুনা।

ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Mar 2022,
  • अपडेटेड 10:43 PM IST
  • নানা সরকারি চাকরির পরীক্ষায় কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের
  • সেই সব প্রশ্ন শুধু বিষয়ভিত্তিক না নয়
  • থাকে সাধারণ জ্ঞানের প্রশ্নও, রইল এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর

UPSC-এর পরীক্ষা দেশের অন্যতম সেরা ও কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। খুব কম শিক্ষার্থীই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তার কারণ এর ইন্টারভিউ। শুধু এই পরীক্ষাতেই নয়, আরও নানা সরকারি চাকরির পরীক্ষায় যাঁরা ইন্টারভিউ দিতে যান, তাঁদের এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়, যা বেশ কঠিন ও পরীক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। আসুন দেখি এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর। 

প্রশ্ন - এমন একটি প্রাণীর নাম বলুন, যে আহত হলে মানুষের মতো কাঁদে। 
উত্তর - ভাল্লুক 

আরও পড়ুন

প্রশ্ন- কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? 
উত্তর- নিউজিল্যান্ড 

প্রশ্ন- একজন মানুষ ৮ দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?

উত্তর- দিনের পরিবর্তে রাতে ঘুমিয়ে 


প্রশ্ন- এমন কি জিনিস যা মাসে একবার আসে? এই জিনিসটি ২৪ ঘন্টা পূর্ণ হওয়ার পরে শেষ হয়ে যায় এবং তারপর সেই মাসে আসে না। 
উত্তর - তারিখ


প্রশ্ন- মুরগি ডিম দেয় আর গরু দুধ দেয়। দুটোই কে দেয়? উত্তর- দোকানদার তার দোকান থেকে দুধ ও ডিম দুটোই দেয়। 
প্রশ্ন- অর্ধেক আপেল দেখতে কেমন? উত্তর- আপেলের বাকি অর্ধেকের মতো 


প্রশ্ন- এমন একটি ফলের নাম বলুন যা বাজারে কিনে পাওয়া যায় না? 
উত্তর- পরিশ্রমের ফল 
 

Read more!
Advertisement
Advertisement