Advertisement

Visva Bharati Recruitment 2023 : বিশ্বভারতীতে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

বিশ্বভারতীতে বিভিন্ন পদে আবেদন নিয়োগ প্রক্রিয়া চলছে (Visva Bharati Recruitment 2023)। MTS এবং অন্যান্য পদগুলির জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট, vbharatirec.nta.ac.in-এ গিয়ে ফর্মটি পূরণ করতে পারেন।

বিশ্বভারতীতে চাকরির সুযোগবিশ্বভারতীতে চাকরির সুযোগ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 May 2023,
  • अपडेटेड 4:46 PM IST
  • নিয়োগ করছে বিশ্বভারতী
  • বিভিন্ন পদে চাকরি
  • রইল সমস্ত তথ্য

বিশ্বভারতীতে বিভিন্ন পদে আবেদন নিয়োগ প্রক্রিয়া চলছে (Visva Bharati Recruitment 2023)। MTS এবং অন্যান্য পদগুলির জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট, vbharatirec.nta.ac.in-এ গিয়ে ফর্মটি পূরণ করতে পারেন।

আবেদনের শেষ তারিখ 
বিশ্বভারতীতে বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৬ মে ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে পারেন প্রার্থীরা।

প্রয়োজনীয় যোগ্যতা
প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সমস্ত বিবরণ জেনে নিতে পারেন।

আরও পড়ুন

আবেদন ফি কত?
এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে প্রার্থীদের গ্রুপ A পদের জন্য আবেদন ফি হিসাবে ২ হাজার টাকা, গ্রুপ B পদের জন্য ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ C পদের জন্য ৯০০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত বিভাগ আবেদন ফি থেকে অব্যাহতি পাবে।

খালি পদের বিবরণ - মোট পদ ৭০৯টি
রেজিস্ট্রার : ১টি পদ
ফাইন্যান্স অফিসার : ১টি পদ
গ্রন্থাগারিক : ১টি পদ
ডেপুটি রেজিস্ট্রার : ১টি পদ
নিরাপত্তা পরিদর্শক : ১টি পদ
লাইব্রেরি সহকারী : ১টি পদ
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট : ১টি পদ
ইন্টারনাল অডিট অফিসার : ১টি পদ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট : ২টি পদ
অ্যাসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ার : ২টি পদ
সহকারী রেজিস্ট্রার : ২টি পদ
স্টেনোগ্রাফার : ২টি পদ
সিস্টেম প্রোগ্রামার : ৩টি পদ
সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট : ৪টি পদ
সেকশন অফিসার : ৪টি পদ
অ্যাসিস্ট্যান্ট/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট : ৫টি পদ
প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট : ৫টি পদ
সহকারী গ্রন্থাগারিক : ৬টি পদ
নিজস্ব সচিব : ৭টি পদ
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট : ৮টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার : ১০টি পদ
ল্যাব অ্যাসিস্ট্যান্ট : ১৬টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট : ১৭টি পদ
আপার ডিভিশান ক্লার্ক / অফিস অ্যাসিস্ট্যান্ট : ২৯টি পদ
লাইব্রেরি অ্যাটেনডেন্ট : ৩০টি পদ
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট : ৪৫টি পদ
মাল্টি টাস্কিং স্টাফ : ৪০৫ পদ
লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট : ৯৯টি পদ

Advertisement

এভাবে নির্বাচন করা হবে
প্রার্থীদের বাছাই প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার অধীনে প্রথম পত্র  এবং দ্বিতীয় পত্রে উত্তীর্ণ হতে হবে। তারপর হবে ইন্টারভিউ। 

 

Read more!
Advertisement
Advertisement