Advertisement

WB Madhyamik Result 2023: মাধ্যমিকের রেজাল্ট শুক্রবার, ঘরে বসেই কীভাবে দেখবেন নম্বর? রইল Link

আগামী ১৯ মে অর্থাৎ শুক্রবার ফল প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার। সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। তারপর দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে।

 কখন-কীভাবে দেখবেন মাধ্যমিকের ফল? কখন-কীভাবে দেখবেন মাধ্যমিকের ফল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2023,
  • अपडेटेड 3:32 PM IST

আগামী ১৯ মে অর্থাৎ শুক্রবার ফল প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার। সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। তারপর দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে। প্রসঙ্গত গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করছে পর্ষদ। আগামী শুক্রবার পরীক্ষার রেজাল্ট জানতে পারবে প্রায় ৭ লাখ পরীক্ষার্থী। এক নজরে দেখে নেওয়া যাক কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল (WB Madhyamik Results 2023) দেখতে পারবেন -

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ও  wbbse.org থেকে রেজাল্ট দেখতে পাবেন। পাশাপাশি  wbresults.nic.in
 www.exametc.com
www.indiaresults.com
 www.results.shiksha
www.schools9.com
www.vidyavision.com
 www.fastresult.in – এই ওয়েবসাইটগুলিতেও পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে।

এছাড়াও পড়ুয়ারা গুগল প্লে স্টোরে আরও কয়েকটি অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করেও ফলাফল জানতে পারবে। যার মধ্যে রয়েছে Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result এবং Fast Result।

আরও পড়ুন

ওয়েবসাইট ছাড়াও আপনি ফল জানতে এসএমএস করতে পারেন 5676570 নম্বরে- সেখানে WB10 ক্রমিক নম্বর দিয়ে মেসেজ পাঠালেই ফল জানা যাবে।

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
 ১) প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের  wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in অথবা  wbbse.org সাইটে অথবা অন্য যে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে চান সেখানে যেতে হবে। 
২) ক্লিক করতে হবে 'WBBSE class 10th Results' লিঙ্কে । 
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
 ৪) 'Submit'-এ ক্লিক করতে হবে। 
৫) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে। 
৬) ভবিষ্যতের জন্য এখান থেকেই একটা প্রিন্টআউট বের করে নেওয়া যাবে। 

এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement