Advertisement

Tet 2022 Notification Exam Date Syllabus Eligibility 2022: TET-এর সিলেবাস, কত নম্বর পেতে হবে, অঙ্ক-ইংরেজি থাকবে, নেগেটিভ মার্কিং আছে? জানুন

Tet Today update News : প্রাইমারি টেট (Primary Tet)-এর বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। (West Bengal Board of Primary Education)। আপনারা জানেন যে এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ১৪ অক্টোবর থেকে। পরীক্ষা নেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর। এই প্রতিবেদনে জানাব, টেট পরীক্ষা তো দেবেন কিন্তু টেটের সিলেবাস (West Bengal Tet Syllabus 2022) কী থাকতে পারে সেই সম্পর্কে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2022,
  • अपडेटेड 12:02 AM IST
  • প্রাইমারি টেট (Primary Tet)-এর বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • আপনারা জানেন যে এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ১৪ অক্টোবর থেকে
  • তার আগে দেখে নিন কী হতে পারে পরীক্ষার সিলেবাস

প্রাইমারি টেট (Primary Tet)-এর বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। (West Bengal Board of Primary Education)। আপনারা জানেন যে এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ১৪ অক্টোবর থেকে। পরীক্ষা নেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর। এই প্রতিবেদনে জানাব, টেট পরীক্ষা তো দেবেন কিন্তু টেটের সিলেবাস (West Bengal Tet Syllabus 2022) কী থাকতে পারে। কী কী বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে। কোন কোন বিষয়ে আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে সবকিছু। 

সেই প্রসঙ্গে বিস্তারিত আসব। তার আগে জেনে নিন কত নম্বরের হবে টেট পরীক্ষা (Wb Tet Exam Total Marks)। কত নম্বর পেলে পাশ করবেন (Tet Pass Marks)?  উত্তর হল, টেট হতে পারে মোট ১৫০ নম্বরের। এই নম্বরের মধ্যে যাঁরা ৬০ শতাংশ পাবেন তাঁদের পাশ বলে গণ্য করা হবে। অর্থাৎ ১৫০ নম্বরের মধ্যে ৯০ পেতেই হবে। তবে পাশ বলে গণ্য হবেন। আবার ST, SC, OBC-A, OBC-B, Ex-Servicemen, Physically Handicapped ও DH শ্রেণির প্রার্থীদের পাশ নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বরের ছাড় দেওয়া হবে। অর্থাৎ তাঁদের ১৫০ নম্বরের মধ্যে ৮২.৫ নম্বর পেতে হবে। 

আরও পড়ুন : 'TET পাশ করলেই স্কুলে চাকরি নয়', ঘোষণা পর্ষদ সভাপতির

এবার আসব সিলেবাসের প্রসঙ্গে। এই যে ১৫০ নম্বরের পরীক্ষা হবে সেখানে কী কী বিষয় থাকবে? আগে এরাজ্যে যে টেট হয়েছে সেই অনুযায়ী মনে করা হচ্ছে, ৫ টি বিষয় থাকবে। কী কী সেই বিষয় ?  বাংলা, ইংরেজি, গণিত, শিশু বিকাশ ও পেডাগজি এবং পরিবেশ। প্রতিটি বিষয়ে ৩০ নম্বর করে প্রশ্ন থাকবে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হতে পারে। প্রশ্নও থাকতে পারে ১৫০টি। প্রতিটি প্রশ্নের জন্য নম্বর নির্ধারিত ১। যেটা গুরুত্বপূর্ণ হল বা পরীক্ষার্থীদের সুবিধা সেটা হল কোনও নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ আপনি কোনও ভুল উত্তর দিলেও নম্বর কাটা যাবে না।  এর আগের টেট গুলিতে এই নিয়মই মেনে চলা হয়েছে। 

Advertisement

এবার জানাব সিলেবাস সম্পর্কে বিস্তারিত। পর্ষদ এখনও সিলেবাস সম্পর্কে বিস্তারিত না বললেও  বাংলা, ইংরেজি, গণিত, শিশু বিকাশ ও পেডাগজি এবং পরিবেশ এই যে ৫ বিষয় সেখান থেকে প্রশ্ন আসতে পারে।  

বাংলা সিলেবাস 

বাংলায় থাকতে পারে ধ্বনি ও বর্ণ, পদ, পদ পরিবর্তন, সন্ধি, ক্রিয়ার কাল, লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, উদ্দেশ্য বিধেয়, সম্মোচারিত ভিনার্থক শব্দ, বিপরীত শব্দ, বোধ পরীক্ষণ, ছেদ ও যদি, কারক বিভক্তি, সমাস ও   পেডাগজি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 

আরও পড়ুন : ড় খবর : TET উর্ত্তীর্ণদের চাকরি এ'বছরই, কারা পাবেন?

 ইংরেজি সিলেবাস 

Articles, Preposition, Noun, Pronoun, Verb, Adverb, Adjectives,Tense, Vocabulary, Comprehension এবং Pedagogy For English Language।  

গণিত সিলেবাস  

গণিতে থাকতে পারে সংখ্যাতত্ত্ব, লসাগু-গসাগু, গড়, অনুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, শতাংশ, লাভ-ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, সরলীকরণ, বর্গমূল ও ঘণমূল, পরিমিতি, পেডাগজি ফর ম্যাথমেটিক্স। 

আরও পড়ুন : TET-এর ফর্ম কোথায় মিলবে, কত দাম, কারা পরীক্ষায় বসতে পারবেন না, কী যোগ্যতা প্রয়োজন ? জানুন
 
শিশুবিকাশ ও পেডাগজি সিলেবাসে থাকতে পারে 
 
শিশুবিকাশের মূল নীতি, বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে সম্পর্ক, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকিকরণের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তন, সামাজিক গঠন হিসেবে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য শিখনের সমস্যা, সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন, প্রেষণা ও শিখন, প্রজ্ঞা ও প্রক্ষোভ এবং শিক্ষণ ও শিখনের মূল প্রক্রিয়া।   

পরিবেশে থাকতে পারে

পরিবেশের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, বাস্ততন্ত্র, উদ্ভিদজগৎ ও প্রাণিজগৎ, জীববৈচিত্র, পরিবেশ দূষণ, অরণ্য সংক্ষণ নীতি, বজ্র ব্যবস্থাপনা, পরিবেশগত সমস্যা, পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ, জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন এবং পেডাগজি ফর Environmental science। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement