WBBSE West Bengal Madhyamik 10th Result 2023: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 10th Result 2023)। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, যার মধ্যে ৫,৬৫,৪২৮ জন পরীক্ষার্থী পাশ করেছেন। মাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। এবারের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।
এ বছরের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় বাংলার ১৬টি জেলা থেকে প্রথম দশে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে মালদা থেকেই ২১ জন পরীক্ষার্থী জায়গা করে নিয়েছে। এছাড়াও, মাধ্যমিকের প্রথম দশে থাকা মোট ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৯ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পুরুলিয়ার ৬ জন, হুগলি জেলার ৫ জন, হাওড়ার ৪ জন, কোচবিহারের ৩ জন এবং বীরভূম জেলার ২ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে।
মেধাতালিকায় জয়জয়কার মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের:
এ বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 10th Result 2023) মেধা তালিকার প্রথম দশে রয়েছে মালদা জেলার বিভিন্ন স্কুলের ২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ১৩ জন পড়ুয়া। এ বারের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দশম স্থানাধীকারী এই স্কুলেরই ১৩ জন পড়ুয়া।
মাধ্যমিকের মেধাতালিকায় মালদা জেলার অন্যান্য স্কুলের পরীক্ষার্থীরা:
এবারের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 10th Result 2023) মেধা তালিকায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির ছাড়াও মালদার এসি ইনস্টিটিউশন আর চঞ্চল রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুলের দুই পড়ুয়া পঞ্চম স্থান দখল করেছে। ছাড়াও, মেধা তালিকার সপ্তম স্থানাধীকারী মোজামপুর এইচ এস এস বি হাই স্কুলের পড়ুয়া। মালদা জেলার সুজাপুর হাই স্কুলের দুই পড়ুয়া এবারের মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে।
মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে মালদা জেলার সফল স্কুলগুলি:
• মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির: মেধা তালিকার দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দশম স্থানাধীকারী ১৩ জন।
• এসি ইনস্টিটিউশন: পঞ্চম ও দশম স্থানাধীকারী ২ জন।
• চঞ্চল রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুল: পঞ্চম স্থানাধীকারী।
• সুজাপুর হাই স্কুল: অষ্টম ও দশম স্থানাধীকারী ৩ জন।
• নাজিরপুর হাই স্কুল: দশম স্থানাধীকারী।
• মোজামপুর এইচ এস এস বি হাই স্কুল: সপ্তম স্থানাধীকারী।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিন: