Advertisement

WB Board Madhyamik 2022 Result: আজ সকালে মাধ্যমিক রেজাল্ট, https://bangla.aajtak.in/-এ রোল নম্বর দিয়ে কীভাবে দেখা যাবে মার্কশিট?

WB Madhyamik 10th Results 2022: অবশেষে প্রতিক্ষার অবসান। শুক্রবার অর্থাৎ আগামিকাল মানে ৩ জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল (WBBSE X Results 2022) ঘোষণা করা হবে।   তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল।

WB Result 2022, Madhyamik Board ResultWB Result 2022, Madhyamik Board Result
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2022,
  • अपडेटेड 12:10 AM IST
  • সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা
  • সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল
  • অ্যাপেও রেজাল্ট জানা যাবে

WB Madhyamik 10th Results 2022: অবশেষে প্রতিক্ষার অবসান। শুক্রবার অর্থাৎ আগামিকাল মানে ৩ জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল (WBBSE X Results 2022) ঘোষণা করা হবে। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।  মাধ্যমিকের ফল দেখা যাবে https://bangla.aajtak.in/ থেকেও। কখন, কোথা থেকে এবং  কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (West Bengal Class 10 Results 2022) দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক। 

সরাসরি রেজাল্ট আজতক বাংলায়
মাধ্যমিকের ফল সরাসরি দেখুন আজতক বাংলায়। রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট যে  ওয়েবসাইট থেকে  দেখা যাবে-
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.siksha
www.schools9.com
www.fastresult.in

কীভাবে ‘আজতক বাংলায়’ মাধ্যমিকের (WBBSE 10th Results 2022) রেজাল্ট দেখতে পাবেন?

১) ‘আজতক বাংলা’ (https://bangla.aajtak.in/) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। সিকিউরিটি কোড দিতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।


অন্য ওয়েবসাইটগুলিতে কীভাবে ফল দেখা যাবে-
খুব সহজে বাড়ি থেকে বসে মাধ্যমিকের ফল জানা যাবে। ওয়েবসাইট, মোবাইল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল দেখে নেওয়া যাবে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইটে ফল দেখার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৩ জুন তারিখে সকাল ৯টায় WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbbse.wb.gov.in-এ ফলাফল ঘোষণা করবে। কীভাবে এই ফল দেখবেন থাকল বিস্তারিত-
প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, সেটা হল- wbbse.wb.gov.in।
দ্বিতীয় ধাপ: হোমপেজে, 'পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022'-এ ক্লিক করুন। (ফল ঘোষণা হওয়ার পর)
তৃতীয় ধাপ: একটি নতুন পেজ দেখা যাবে।
চতুর্থ ধাপ: যে ক্রেডেনশিয়াল চেয়েছে তা দিন এবং সাবমিট বিকল্পে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: রেজাল্ট স্ক্রিনে দেখানো হবে।
ষষ্ঠ ধাপ: এটা ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর একটি প্রিন্টআউট নিন।

Advertisement

SMS-এ রেজাল্ট
এসএমএসে ফল দেখার জন্য WB10  রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে। আগে থেকে নাম রেজিস্টার করা থাকলে ফল দেখা যাবে বিনা খরচে। সে জন্য exametc.com-এই ওয়েবসাইটে রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করে রাখতে হবে। 

অ্যাপেও রেজাল্ট
প্রার্থীরা অ্যাপেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে। সে জন্য Madhyamik Results 2022-এই অ্যাপটি  Google Playstore অথবা www.results.siksha ওয়েবসাইট থেকে তা ডাউনলড করে রাখতে হবে। 

এ বছর ১১ লাখেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। যা করোনা অতিমারীর কারণে দুই বছরের ব্যবধানের পরে অনুষ্ঠিত হয়েছিল।  ২০২২-এ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষা শেষের ৭৮ দিনের মাথায় রেজাল্ট বেরচ্ছে (WB Madhyamik result 2022)।  এ বছর ১১লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রের খবর তার মধ্যে প্রায় ১১ লাখ এর কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। সে ক্ষেত্রে এবারে কোন জেলা থেকে সবথেকে বেশি মেধা তালিকায় স্থান করে নিতে পারবে সে দিকেও বিশেষভাবে নজর থাকবে। 

 ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? 
 ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে শুক্রবার ঘোষণা করতে পারে পর্ষদ। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলে শুক্রবারই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে পারে পর্ষদ।

Read more!
Advertisement
Advertisement