Advertisement

HS Exam Last Minute Bengla Suggestion: উচ্চমাধ্যমিকে বাংলায় লেটার পেতে কী লিখবে-কীভাবে লিখবে? সাজেশন বিশিষ্ট শিক্ষিকার

HS 2023 Bengali Suggestion: উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একগাদা লিখলেই যে বাংলায় ভাল নম্বর পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। সময় বুঝে সঠিক প্রশ্ন বেছে নির্ভুলভাবে গুছিয়ে উত্তর লিখে বাংলায় খুব ভাল নম্বর তোলা যেতেই পারে। পরীক্ষার্থীদের জানালেন বীরভূমের খয়েরবুনী হাইস্কুলের বাংলার শিক্ষিকা বর্ণালী বসু...

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের লাস্ট মিনিট সাজেশন বীরভূমের খয়েরবুনী হাইস্কুলের বাংলার শিক্ষিকা বর্ণালী বসুর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 1:36 PM IST
  • উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একগাদা লিখলেই যে বাংলায় ভাল নম্বর পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়।
  • সময় বুঝে সঠিক প্রশ্ন বেছে নির্ভুলভাবে গুছিয়ে উত্তর লিখে বাংলায় খুব ভাল নম্বর তোলা যেতেই পারে।
  • উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের লাস্ট মিনিট সাজেশন বীরভূমের খয়েরবুনী হাইস্কুলের বাংলার শিক্ষিকা বর্ণালী বসুর।

HS Exam 2023 Bengali Last Minute Suggestion: উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মাঝে হাতে মাত্র কয়েকটা দিন। সকলেরই হয়তো একটা টেনশন হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে অফলাইনে উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা শুরু হতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল নম্বর তোলার জন্য পরীক্ষার্থীদের অবশ্যই সব সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব দিয়ে অনুশীলন করতে হবে।

তবে একগাদা লিখলেই যে বাংলায় ভাল নম্বর পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। সময় বুঝে সঠিক প্রশ্ন বেছে নির্ভুলভাবে গুছিয়ে উত্তর লিখে বাংলায় খুব ভাল নম্বর তোলা যেতেই পারে। এমনটাই মত বীরভূমের খয়েরবুনী হাইস্কুলের বাংলার শিক্ষিকা বর্ণালী বসু’র। কীভাবে ঠান্ডা মাথায় বাংলায় ভাল নম্বর তোলা যাবে, পরীক্ষার শেষ মুহূর্তে কীভাবে কোন প্রশ্ন বাছতে হবে, পরীক্ষার্থীদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দিলেন তিনি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে খাতা জমার নয়া নিয়ম, আরও যা যা জানা জরুরি

উচ্চমাধ্যমিক ২০২৩ বাংলা সম্ভাব্য সাজেশন: 
গতবছর যেগুলি চলে এসছে সেই প্রশ্নগুলি বাদ দেওয়া যেতে পারে। 
•    গদ্য: গতবছর কে বাঁচায় কে বাঁচে থেকে একটি প্রশ্নও আসেনি ফলে এই গদ্য থেকে প্রশ্ন আসার,চান্স রয়েছে। গদ্যটি লাভ করে পড়তে হবে। যে কোনও লাইন থেকে প্রশ্ন আসতে পারে। যেহেতু দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই অন্য গদ্যগুলি লাভ করে পড়তে হবে। তবে Mcq Saq এর জন্য কোনও সাজেশন হয় না।  
•    পদ্য: গত বছর যেহেতু রূপনারানের কূলে শিকার মহুয়ার দেশ থেকে প্রশ্ন আসেনি তাই ধরা যেতে পারে এবারে পদ্যের বড় প্রশ্নের জন্য এগুলি গুরুত্বপূর্ণ।  
•    নাটক: যে দুটি নাটক বলা আছে সেদুটি থেকেই প্রশ্ন আসবে। অথচ একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই বড় প্রশ্নের জন্য ছাত্রছাত্রী রা একটি নাটক বেছে তার থেকে লাভ করে প্রশ্নের উত্তর তৈরী করবে। 
•    আন্তর্জাতিক কবিতা ও গল্পের ক্ষেত্রেও নাটকের মতোই যে কোনও একটি বেছে নিয়ে বড় প্রশ্ন তৈরী করলে  কম পড়ে ও বেশি নাম্বার তোলা যেতে পারে।
•    আমার বাংলা এবারের জন্য ছাতির বদলে হাতি কলের কোলকাতা হাত বাড়াও এই প্রবন্ধগুলি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এগুলি থেকে গতবার একটিও প্রশ্ন আসেনি। ভাষাতত্ত্বের জন্য বাক্যের রূপতত্ত্ব শব্দার্থ তত্ত্বএবং বাক্যতত্ত্বের অধ্যায় এবারের জন্য গুরুত্বপূর্ণ।  
•    শিল্পসাহিত্য সংস্কৃতির ইতিহাসের অধ্যায়গুলির মধ্যে বাংলা গানের ধারা অধ্যায়টি গুরুত্বপূর্ণ এছাড়া ও অন্য অধ্যায়গুলিও পড়তে হবে কারণ এক্ষেত্রে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে প্রতিটি অধ্যায়ের মূল ব্যক্তিত্বদের অবদান গুরুত্ব দিয়ে পড়বে। 
•    প্রবন্ধ রচনায় পয়েন্টস প্রশ্ন পত্রে দেওয়াই থাকে। ফলে ছাত্রছাত্রীদের লিখতে অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে সাম্প্রতিকে বিষয়গুলির ওপর জোর দেবে। জীবনীর ক্ষেত্রে এবছর কোন কোন ব্যক্তিত্বের ২০০/১৫০/১০০ বছর পূর্ণ হচ্ছে দেখে নিয়ে সইসব ব্যক্তির জীবনী নিয়ে রচনা তৈরী করবে।

Advertisement

শেষে মনে রাখতে হবে। বানান ভুল করা চলবে না। খাতায় পরিস্কার পরিচ্ছন্ন ভাবে উত্তর লিখতে হবে। সকল ছাত্রছাত্রীদের আসন্ন পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement