Advertisement

HS Exam 2023 Business Studies Suggestion: উচ্চমাধ্যমিকে বিজনেস স্টাডিজেও লেটার সম্ভব, টিপস বিশিষ্ট শিক্ষিকার

HS Exam 2023 Business Studies Last Minute Suggestion: অনেকেরই ধারণা, বিজনেস স্টাডিজ মানেই একগাদা তথ্য মনে রাখা আর লেখার চাপ! তবে নিখুঁত অনুশীলন আর পয়েন্ট করে গুছিয়ে লিখলে বিজনেস স্টাডিজে খুব ভাল নম্বর আনা যায়। উচ্চমাধ্যমিক বিজনেস স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন দিলেন সরশুনা হাই স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা মুখার্জি।

উচ্চমাধ্যমিক বিজনেস স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন দিলেন সরশুনা হাই স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা মুখার্জি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2023,
  • अपडेटेड 8:23 PM IST
  • অনেকেরই ধারণা, বিজনেস স্টাডিজ মানেই একগাদা তথ্য মনে রাখা আর লেখার চাপ!
  • তবে নিখুঁত অনুশীলন আর পয়েন্ট করে গুছিয়ে লিখলে বিজনেস স্টাডিজে খুব ভাল নম্বর আনা যায়।
  • উচ্চমাধ্যমিক বিজনেস স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন দিলেন সরশুনা হাই স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা মুখার্জি।

HS Exam 2023 Business Studies Last Minute Suggestion: এ রাজ্যে এখন চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার, ১৮ মার্চে উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) বিজনেস স্টাডিজ পরীক্ষা। অনেকেরই ধারণা, বিজনেস স্টাডিজ মানেই একগাদা তথ্য মনে রাখা আর লেখার চাপ! তবে এই ধারণার নিখুঁত অনুশীলন আর পয়েন্ট করে গুছিয়ে লিখলে বিজনেস স্টাডিজে খুব ভাল নম্বর আনা যায়। এমনটাই মত, সরশুনা হাই স্কুলের বিজনেস স্টাডিজের শিক্ষিকা প্রিয়াঙ্কা মুখার্জির। পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিজনেস স্টাডিজের কোন কোন অধ্যায়গুলি বিশেষভাবে অনুশীলনের প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর কীভাবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।

1.    ৪ নম্বরের জন্য প্রশ্ন: 
a)    ব্যাবস্থাপনায় টেলরের মতবাদ ও ফেওলের মতবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য।
b)    Or, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ।
c)    টেলরের বৈজ্ঞানিক ব্যাবস্থাপনার নীতিগুলি লেখো।
d)    ব্যবস্থাপনা নীতির বৈশিষ্ট্যগুলি লেখো।
e)    পার্থক্য লেখো: কর্মনীতি ও কৌশল, কর্মনীতি ও নিয়ম, নিয়ম ও পদ্ধতি।
f)    টিকা লেখো: বিশ্বায়ন / উদারীকরণ / বেসরকারিকরণ।
g)    কারবারি পরিবেশের অনুকূল উপাদান ও বৈশিষ্ট্য।
h)    পরিকল্পনা প্রক্রিয়ার উপাদানগুলি কী কী? সীমাবদ্ধতাগুলি লেখো।
i)    ভারার্পনের গুরুত্বগুলি লেখ, নীতিগুলি লেখো। 
j)    Or, বিভাগীয় সংগঠন ও কার্যভিত্তিক সংগঠনের সুবিধা লেখ।
k)    সংগঠনের বৈশিষ্ট্যগুলি লেখো।
l)    বিকেন্দ্রীকরণের সম্পর্কে আলোচনা করো।
m)    পার্থক্য লেখ: কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ।
n)    ‘কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার অংশবিশেষ’– আলোচনা করো।
o)    কর্মীপদ পূরনের উৎসগুলি লেখ।
p)    কর্মী প্রশিক্ষণের গুরুত্বগুলি লেখো।
q)    একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি, গুরুত্বগুলি, উদ্দেশ্যগুলি আলোচনা কর। Or, নিয়ন্ত্রণেরও পরিকল্পনার সম্পর্কগুলি লেখো।

আরও পড়ুন: কোন কোন চ্যাপ্টারে জোর দেবে? উচ্চ মাধ্যমিকে ভূগোলে লেটারের টিপস বিশিষ্ট শিক্ষিকার

r)    আব্রাহাম মাসলোর চাহিদার তত্ত্বটি লেখো।
s)    জ্ঞাতকরণের বাধা ও অতিক্রমের উপায়গুলি লেখো 
t)    নির্দেশনার বৈশিষ্ট্যগুলি লেখো।
u)    সেবি সম্পর্কে আলোচনা কর।
v)    শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের কার্যাবলীগুলি লেখো
w)    পার্থক্য: টাকার বাজার ও মূলধনের বাজার 
x)    টিকা লেখো: CDSL, NSDL, NSE, BSE।

Advertisement

2.    ৬ নম্বরের জন্য প্রশ্ন: 
a.    স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের পার্থক্য লেখ।
Or, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যেগুলি ও গুরুত্বগুলি লেখ।
b.    কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য বা গুণাবলী লেখো।
c.    আর্থিক পরিকল্পনার গুরুত্ব।
d.    বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্ক আলোচনা কর।
e.    বিপণন ব্যবস্থাপনার দর্শন আলোচনা করো। 
f.    বিপণন ব্যাবস্থাপনার কার্যাবলী লেখো।
g.    আদর্শ বিক্রয়কর্মী গুণাবলীগুলি লেখো।

উল্লেখিত প্রশ্নোত্তরগুলির নিখুঁত অনুশীলনে বিজনেস স্টাডিজে ছাঁকা নম্বর সহজেই তোলা সম্ভব। তবে পড়ার পাশাপাশি প্রচুর লেখারও অভ্যাস করতে হবে। তাহলেই পরীক্ষার সময় সবকটি প্রশ্নের উত্তর ভাল করে লিখে আসা সম্ভব হবে। তবে কোনও উত্তরই খুব বড় করে লেখার প্রয়োজন নেই। পরিচ্ছন্ন করে, নির্ভুলভাবে লিখতে পারলে বিজনেস স্টাডিজে সহজেই লেটার পাওয়া সম্ভব। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement