HS Exam 2023 Education Last Minute Suggestion: আগামী ২৩ মার্চ উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) এডুকেশন পরীক্ষা। খুব সহজেই একটু খুঁটিয়ে পড়লে এই বিষয়ে ৮০-৯০ নম্বর পাওয়া খুব কঠিন নয়। এমনটাই মত, সরশুনা হাই স্কুলের এডুকেশনের শিক্ষক সোমনাথ রায়-এর। ৪০ নম্বরের MCQ আর SAQগুলির উত্তর লিখতে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়লেই দেওয়া যায়। এর সঙ্গে টেস্ট পেপার সলভ করলে তো কথাই নেই, সমস্ত উত্তরই জানা থাকবে। আর বড় প্রশ্নগুলি তথ্যভিত্তিক লিখতে পারলে পুরো নম্বরই পাওয়া যায়। এডুকেশনের কোন কোন অধ্যায়গুলি পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিশেষভাবে অনুশীলনের প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।
(গ্রুপ এ)
প্রথম অধ্যায়:
1) শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা
2) প্রেষণা চক্র
3) মনোযোগের নির্ধারক বা শর্ত
4) থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব
5) বুদ্ধির বৈশিষ্ট
দ্বিতীয় অধ্যায়:
1) প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ
2) থর্নডাইকের মুখ্যসূত্রগুলি আলোচনা করতে হবে।
3) অন্তর্দৃষ্টিমূলক শিখন সংক্রান্ত তত্ত্ব
তৃতীয় অধ্যায়:
1) গড়, মধ্যমা, ভূশিষ্ঠক
2) হিস্টোগ্রাম, পলিগন।
(গ্রুপ বি)
চতুর্থ অধ্যায়:
1) ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করতে হবে।
পঞ্চম অধ্যায়:
1) রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কাঠামোটি আলোচনা করতে হবে।
2) রাধাকৃষ্ণান কমিশনে উল্লিখিত উচ্চশিক্ষার লক্ষগুলি আলোচনা করতে হবে।
ষষ্ঠ অধ্যায়:
1) ম্যাধমিক শিক্ষাকমিশনের প্রস্তাবিত পাঠক্রমের সপ্তপ্রবাহ সম্পর্কে আলোচনা করতে হবে।
2) মাধ্যমিক শিক্ষাকমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করতে হবে।
সপ্তম অধ্যায়:
1) কোঠারি কমিশনে উল্লিখিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ
2) বৃত্তি ও কারিগরি শিক্ষার বৈশিষ্ট্য
3) প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করতে হবে।
অষ্টম অধ্যায়:
1) নবোদয় বিদ্যালয়য়ের বৈশিষ্ট
2) অপারেশন ব্ল্যাক বোর্ড কর্মসূচি
3) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-র গুরুত্বপূর্ণ সুপারিশগুলি আলোচনা করতে হবে।
4) রামমূর্তি কমিটির সুপারিশগুলি লেখো
(গ্রুপ সি)
নবম অধ্যায়:
1) দৃষ্টিহীন / মূক ও বধিরদের শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করতে হবে।
2) মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি গুলি আলোচনা করতে হবে।
3) ব্রেইল সম্পর্কে ধারণা দিতে হবে।
4) শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণগত চারটি সমস্যা / সমাধান লেখো
দশম অধ্যায়:
1) বয়স্ক শিক্ষার উদ্দেশ্য / প্রয়োজনীয়তা
2) বয়স্ক শিক্ষার পথে বাধাগুলি লেখো
3) সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করতে হবে।
4) বয়স্কশিক্ষার বাধাগুলি অপসারনের কয়েকটি উপায় আলোচনা করতে হবে।
5) সর্বজনীন প্রাথমিক শিক্ষার পথে বাধা দূর করার পথগুলি সম্পর্কে আলোচনা করতে হবে।
(গ্রুপ ডি)
একাদশ অধ্যায়:
1) কর্মের জন্য শিক্ষা ও জানার জন্য শিক্ষার বিদ্যালয়ের ভিত্তি আলোচনা করতে হবে।
2) একত্রে বসবাস করার শিক্ষা এবং মানুষ হওয়ার শিক্ষার বিদ্যালয়ের ভিত্তি আলোচনা করতে হবে।
দ্বাদশ অধ্যায়:
1) শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট
2) শিক্ষাপ্রযুক্তির ব্যবহার আলোচনা করতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান আলোচনা করতে হবে।
3) কম্পিউটার কি শিক্ষকের পরিপূরক? উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে।
উল্লেখিত প্রশ্নগুলির যথাযথ অনুশীলনে এডুকেশনে ভাল নম্বর অনায়াসে তোলা সম্ভব। সময় বুঝে প্রশ্ন নির্বাচন, উত্তরপত্রে পরিচ্ছন্ন করে, নির্ভুলভাবে লিখতে পারলে এডুকেশনে সহজেই লেটার পাওয়া সম্ভব। উচ্চমাধ্যমিকে সকল পরীক্ষার্থীকে অনেক অনেক শুভেচ্ছা।