এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার জয়জয়কার। বুধবার ১টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। তার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। আর ফলপ্রকাশ হতেই দেখা গেল, মেধাতালিকায় জেলার রমরমা। প্রথম তিনে নেই কলকাতা।
পাশের হারেও এগিয়ে জেলা। পাঁচের মধ্যে প্রথম চারটিই জেলা। পাশে হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেই জেলায় পাশের হার ৯৫.৭৭%। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ৯২.৮%। তারপর তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও কালিম্পং। পাশের হার ৯২.৭৮ এবং ৯২.৫১%। ৯২.১৩% পাশের হার নিয়ে পঞ্চম স্থানে কলকাতা।
এ বছর প্রথম দশে ঠাঁই পেয়েছে ৫৮ জন পড়ুয়া। প্রথম দশেও এগিয়ে জেলা। এর মধ্যে বাকিদের টেক্কা দিয়েছে হুগলি।
এ বছর প্রথম স্থান অর্জন করেছে আলিপুরদুয়ারের ছাত্র অভীক দাস। তার প্রাপ্ত নম্বর-৪৯৬। দেখে নিন তালিকা