WBHRB Recruitment 2023: সার্জন, কেমিস্ট এবং ফার্মাসিস্ট পদে ১৪৮ জনকে নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। স্থায়ী অথবা অস্থায়ী পদে নিয়োগ করা হবে সরাসরি। মাসিক বেতন ২৭,০০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত। চলুন এই নিযোগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন...
জেনারেল সার্ভিস, সিনিয়র কেমিস্ট: মোট শূন্যপদের সংখ্যা ৩টি। নির্ধারিত বিষয়ের মাস্টার্স ডিগ্রি থাকা প্রার্থীরা অথবা টেকনোলজির ব্যাচেলর ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মসিক বেতন ৪২,৬০০ টাকা থেকে ১,০৯,৮০০ টাকা।
ডেন্টাল সার্জন: মোট শূন্যপদের সংখ্যা ৪৪টি। বিডিএস ডিগ্রি থাকা প্রার্থীরা ও ডেন্টাল সার্জন হিসেবে ডব্লুবিএসডিসি অথবা ডিসিআই -তে রেজিস্টার্ড প্রার্থীরা এই পদের যোগ্য। প্রার্থীদের বয়স ২২ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
ডেন্টাল সার্জন কাম -ক্লিনিক্যাল টিউটর্স, ডেমনস্ট্রেটর্স: মোট শূন্যপদের সংখ্যা ৬৬টি। বিডিএস ডিগ্রি থাকা প্রার্থীরা, ১ বছরের পেশাগত অভিজ্ঞতা ও ডেন্টাল সার্জন হিসেবে ডব্লুবিএসডিসি অথবা ডিসিআই -তে রেজিস্টার্ড হলে আবেদন করতে পারেন। প্রার্থীদের বয়স ২২ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। মসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট: মোট শূন্যপদের সংখ্যা ৩৫টি। আয়ুর্বেদিক ফার্মাসির পদে ২ বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স পাশ, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসেবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে রেজিস্টার্ড হলে আর বাংলা বলতে ও লিখতে জানলে আবেদন করতে পারেন।। প্রার্থীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মসিক বেতন ২৭,০০০ টাকা থেকে ৬৯,৮০০ টাকা।
প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অথবা দশম শ্রেণি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মার্কশিট (যাতে জন্ম-তারিখের উল্লেখ আছে) অথবা কোনও সরকারি আইডি প্রুফ (যাতে জন্ম-তারিখের উল্লেখ আছে) জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র জমা দিতে হবে ৩১ মার্চ, দুপুর ২টার মধ্যে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে পর্যন্ত আবেদনপত্রে সংশোধন করা যাবে। আরও বিস্তারিত তথ্য পাবেন উল্লেখিত ওয়েবসাইটে।