Advertisement

WBHSE Result 2022: উচ্চ মাধ্যমিক ফেলদের পাশের বিরাট সুযোগ সংসদের, বদল নিয়মে

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন অকৃতকার্য ছাত্রছাত্রীরা। সোমবার পাশ করানোর দাবিতে বিকাশ ভবন অভিযানেও গিয়েছিলেন। ইন্দিরাভবনের কাছে আটকে দেয় পুলিশ। অনলাইনে পড়াশুনোয় সমস্যা হয়েছে অভিযোগ করেছেন তাঁরা।

Uccha Madhyamik 2020: উচ্চ মাধ্যমিকে নয়া রিভিউ নিয়ম। Uccha Madhyamik 2020: উচ্চ মাধ্যমিকে নয়া রিভিউ নিয়ম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jun 2022,
  • अपडेटेड 3:39 PM IST
  • আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ ব্রাত্যর।
  • ২০ জুনের পর থেকে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা।  

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন অকৃতকার্য ছাত্রছাত্রীরা। বিক্ষোভের কথা মাথায় রেখে এ বার সব বিষয়েই রিভিউ চাইতে পারবেন পরীক্ষার্থীরা। এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেক তরফে বলা হল। এর আগে মাত্র দুটি বিষয়ে রিভিউ করার জন্য আবেদন করা যেত। চলতি বছর সব বিষয়ের জন্যই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

ফলপ্রকাশের পর থেকে ভাঙচুর থেকে রাস্তা অবরোধের ঘটনাও ঘটছে। দাবি, পাশ করিয়ে দিতে হবে। এমনকি আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন বনগাঁর একটি স্কুলের ছাত্রীরা। গত বছর করোনাকালে পরীক্ষা হয়নি। ১০০ শতাংশ পাশ ছিল। এ বারও একই দাবি করছেন পড়ুয়ারা। এনিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলছে? কেউ নম্বর কম পেয়েছে মনে হলে রিভিউ করার সুযোগ রয়েছে। ২০ জুনের পর থেকে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য  জানিয়েছেন,  এ বার সব বিষয়ে রিভিউ করার সিদ্ধান্ত নিচ্ছে সংসদ। তা এই বছরের জন্যই প্রযোজ্য।

- ২০ জুন থেকে হাতে মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।  
- ওই দিন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। 
- ২০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে আবেদন করার সুযোগ। 
- West Bengal Council of Higher Secondary Education-র ওয়েবসাইট  wbchse.nic.in গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 
- রিভিউ করার জন্য ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
-অগাস্টের শেষ সপ্তাহে রিভিউয়ের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন

ব্রাত্য বসু বলেছেনন,'করোনার সময় কী হয়েছে সেটাকে চিরাচরিত ব্যবস্থা হিসেবে ধরে নিলে ভুল হবে। এ বছর ৮৮ শতাংশ পাশ করেছে। ১০০ শতাংশ কখনও পরীক্ষায় পাশ করতে পারে?  তাঁর পরামর্শ, যাঁরা আন্দোলন করছেন তাঁরা আগামী বছরের জন্য প্রস্তুতি নিন।'সোমবার পাশ করানোর দাবিতে বিকাশ ভবন অভিযানে যান পড়ুয়ারা। ইন্দিরাভবনের কাছে আটকে দেয় পুলিশ। অনলাইনে পড়াশুনোয় সমস্যা হয়েছে অভিযোগ করেছেন তাঁরা।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement