Advertisement

WBJEE 2022 Results:শুক্রবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট? জানুন বিস্তারিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবার পালা জয়েন্টের। আগামী ১৭ জুন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন , ২০২২ (WBJEE,2022) এর ফলাফল প্রকাশিত হবে ১৭ জুন অর্থাৎ আগামী শুক্রবার।

শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশশুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2022,
  • अपडेटेड 3:56 PM IST
  • শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশ
  • কীভাবে জানবেন রেজাল্ট?
  • থাকল বিস্তারিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবার পালা জয়েন্টের। আগামী ১৭ জুন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন , ২০২২ (WBJEE,2022) এর ফলাফল প্রকাশিত হবে ১৭ জুন অর্থাৎ আগামী শুক্রবার। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

আরও পড়ুন

কখন জানা যাবে ফল?
জয়েন্ট বোর্ড জানিয়েছে, ১৭ জুন  বিকেল ৪ টের পর তাদের ওয়েবসাইট থেকে Rank Card ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটগুলি হল--www.wbjeeb.nic.in এবং  www.wbjeeb.in।

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফল?
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট  www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে ফল জানা যাবে। ফল জানতে পরীক্ষার্থীদের তৈরি থাকতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে।

কীভাবে রেজাল্ট দেখা যাবে?
উপরের দুটি ওয়েবসাইট থেকে ‘WBJEE-2022’-র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে Rank Card-এর আকারে। এই কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্মতারিখ, আবেদনের নম্বর, Rank, মোট প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য থাকবে। আরও বিবরণ জানতে আগ্রহী পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে। শুক্রবার বিকেল চারটের পর থেকে কার্ড ডাউনলোড করা যাবে।

 

 

ফলাফল দেখতে হলে যা করতে হবে:

  •  www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in -এই দুই ওয়েবসাইটে যান।
  • হোমপেজে 'লগইন' অপশনে ক্লিক করুন।
  • আপনার সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল জমা দিন।
  • এরপর সাবমিটে ক্লিক করুন।
  • তারপর ফলাফল লিঙ্কে ক্লিক করুন।
  • ফলাফল এবং WBJEE স্কোরকার্ড পরীক্ষা করুন।
  • প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে রাখুন।

পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট ২০২২  পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। তবে অ্যানসার কি নিয়ে আপত্তি জানানোর সময়সীমা শেষ হয় ২৮ মে। মে মাসের শুরু দিকেই অ্যানসার কি প্রকাশিত হয়। যাঁরা রেসপন্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তাঁদের রিভিউয়ের আবেদন জানানোর সময়সীমা ছিল ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রেসপন্সপিছু এক্ষেত্রে পরীক্ষার্থীকে জমা দিতে হয় ৫০০  টাকা করে। তাদের আপত্তি বিবেচনা করার পরেই রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়। ডেডলাইনের পরে কোনওরকম দাবিকে মান্যতা দেওয়া হবে না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফেই জানিয়ে দেওয়া হয় যে, সমস্ত ওএমআর ইমেজ এবং রেসপন্স পোর্টালে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা চাইলে লগ ইন করে তাদের রেসপন্স দেখতে পারে। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১০ হাজার বেড়ে ১ লাখ ২ হাজারের কাছাকাছি পৌঁছয়।  গত বছর পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হয়েছিল ১৭  জুলাই। পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পেরেছিলেন ৬  অগাস্ট। গতবছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল৬৪,৮৫০  জন পড়ুয়া। তাঁদেরই কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এবছরও পুরনো নিয়ম মেনে  প্রতি রাউন্ডের কাউন্সেলিং শেষে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কাট অফের ঘোষণা করবে। এই পরীক্ষার মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এদিকে শুক্রবার ফল প্রকাশের পর ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Advertisement

Read more!
Advertisement
Advertisement