আজকেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফল। যত সময় এগিয়ে আসছে, তত টেনশন বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে । কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে , আজ দুপুর আড়াইটের সময় বোর্ডের তরফ থেকে বৈঠক করে জানানো হবে রেজাল্ট ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম ১০ জনের মেধা তালিকাও প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এরপর বিকেল ৪টে থেকে অনলাইনে মার্কস ও ব়্য়াঙ্ক কার্ড জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল দু'টি ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে দেখা যাবে রেজাল্ট।
গত বছরের নভেম্বর মাসে ২০২৪ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বছরের ২৮ এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই হয়েছিল জয়েন্ট পরীক্ষা। একমাসের একটু বেশি সময় পর, ৬ জুন প্রকাশিত হচ্ছে ফলাফল। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই রাজ্য জয়েন্টএর ফল বেরনোর দিনক্ষণ বুধহার ঘোষণা করে জয়েন্ট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বোর্ডের ভবন ‘রুপান্ন’-তে হবে সাংবাদিক বৈঠক। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মিলবে র্যাঙ্ক কার্ড। তারপর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে বোর্ড।
রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
এবছর জয়েন্ট এন্টান্স হয়েছিল ২৮ এপ্রিল। এই পরীক্ষার বসার জন্য় অনলাইনে আবেদন করেছিলেন ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ পড়ুয়া। যাঁদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৪৩ হাজার ১২১। স্রেফ গতবারের তুলনায় বেশিই নয়, যা বোর্ডের ইতিহাসে নজিরও। গতবারের মতোই এবছরও একই দিনে দুই অর্ধে জয়েন্ট এন্টান্স পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা। তারপর দুপুর ২ টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রসায়ন ও পর্দার্থবিদ্যা।
রেজাল্ট আউটের আগে এদিন ‘ফাইনাল অ্যানসার কি’ বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যাতে চোখ বুললেই ইঞ্জিনিয়ারিং-টেকনোলজি-ফার্মাসির প্রবেশিকায় কত নম্বর বা ব়্য়াঙ্ক আসতে পারে, তা বুঝতে পারবেন প্রার্থীরা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চূড়ান্ত উত্তরপত্র দেখতে পারবেন প্রার্থীরা। সেখানেই মিলবে এর পিডিএফ ভার্সান। যা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
Click Here-
প্রসঙ্গত রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য প্রতি বছর প্রবেশিকা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লিখিত পরীক্ষায় যোগ্যতা নির্ণয়ের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে কে কোন কলেজে, কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে, তা জানায় বোর্ড। এবছর ৬ জুন সেই ফলাফল প্রকাশ হওয়ার পর একই পদ্ধতিতে ভর্তি হতে পারবে সফল পরীক্ষার্থীরা। ।