
WBSEDCL Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থায় চাকরির সুযোগ। MBA ডিগ্রির পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও চাকরির সুযোগ পাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা পার্সোনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। পাশাপাশি কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। মোট ৪৬টি পদে নিয়োগ হবে। মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৬০,৫০০ টাকার মধ্যে।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারীদের জন্য থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কাজের সুযোগ। আবেদনকারীর নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এ নথিভুক্ত থাকা আবশ্যক। এখানে মোট শূন্যপদ ৪০১টি। মাসে বেতন মিলবে ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকার মধ্যে।
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। নির্বাচনের ক্ষেত্রে থাকবে কম্পিউটার-বেসড টেস্ট (সিবিটি) এবং ব্যক্তিগত সাক্ষাৎকার। ৯০ মিনিটের লিখিত পরীক্ষা ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। ২৭ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দিতে হবে। বৈধ ই-মেল আইডি ও সক্রিয় ফোন নম্বর প্রদান বাধ্যতামূলক। আবেদন ফি হিসেবে ৩০০ থেকে ৪০০ টাকা জমা দিতে হবে।
বিদ্যুৎবণ্টন সংস্থার এই নিয়োগ-পর্বে বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য বিরল সুযোগ তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে চাকরির দৌড়ে থাকার সুযোগ মিলবে।