WBSETCL Recruitment 2023: প্রায় ২০০ শূন্যপদে কর্মী নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL)। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং এক্সিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। WBSETCL–এর কর্মীরাও উল্লেখিত পদগুলিতে আবেদন করতে পারেন। চলুন এই নিয়ো সংক্রান্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক...
কোন পদে কত মোট শূন্যপদের সংখ্যা:
• অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ): মোট শূন্যপদের সংখ্যা ১০টি।
• অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ২৫টি।
• অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): মোট শূন্যপদের সংখ্যা ২০টি।
• অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি অ্যান্ড সিএস): মোট শূন্যপদের সংখ্যা ৬টি।
• জুনিয়র এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ): মোট শূন্যপদের সংখ্যা ১১টি।
• জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর্স): মোট শূন্যপদের সংখ্যা ১১টি।
• জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) গ্রেড-টু: মোট শূন্যপদের সংখ্যা ৩০টি।
• অফিস এক্সিকিউটিভ: মোট শূন্যপদের সংখ্যা ৬০টি।
• টেকনিশিয়ান গ্রেড-থ্রি: মোট শূন্যপদের সংখ্যা ২৫টি।
আরও পড়ুন: ১৭২৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে, পরীক্ষা কবে-কীভাবে আবেদন?
আবেদনকারীর বয়সসীমা ও বেতন:
০১ জানুয়ারি, ২০২৩ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে WBSETCL–এর ওয়েবসাইটে/ পিডিএফে। সবিস্তারে দেখতে ক্লিক করুন: PDF
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের অনলাইন কম্পিউটার ভিত্তিক টেস্ট এবং ২৫ নম্বরের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। পরবর্তিতে প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সিবিটি আর পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতায়। তবে প্রয়োজনে আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে রাজ্যের অন্যান্য শহরেও পরীক্ষা নেওয়া হতে পারে। ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক টেস্টে মোট ১০০টি প্রশ্ন থাকবে। উত্তরের জন্য ৯০ মিনিট সময় পাওয়া যাবে। তবে এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
আবেদনের পদ্ধতি:
আগামী ১৯ মে, ২০২৩-এর মধ্যে www.wbsetcl.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। উল্লেখিত পদগুলির যোগ্যতা, আবেদনের পদ্ধতি, বেতন, প্রার্থী বাছাই পদ্ধতি সহ সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন www.wbsetcl.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে।