Advertisement

Group C and D Recruitment: গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কবে থেকে-কীভাবে আবেদন? জানুন ডিটেলে

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। যোগ্য ও অযোগ্য আলাদা করতে না পারাতেই সকলেই চাকরি হারান।

গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কবে থেকে-কীভাবে আবেদন? জানুন ডিটেলেগ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কবে থেকে-কীভাবে আবেদন? জানুন ডিটেলে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 9:37 AM IST
  • গ্রুপ সি-র জন্য ২ হাজার ৯৮৯টি এবং গ্রুপ ডি-এর জন্য ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ রয়েছে
  • আবেদন প্রক্রিয়া ৩ নভেম্বর থেকে শুরু হবে এবং ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে

WBSSC Group C and D Recruitment 2025: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ইত্যাদি) নিয়োগের বিজ্ঞপ্তি জারি কর রাজ্য স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission)। আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি-তে শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৪৮৮টি।

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। যোগ্য ও অযোগ্য আলাদা করতে না পারাতেই সকলেই চাকরি হারান। গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে ‘যোগ্য’ বেকারের সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে ১,২৫৫ জন গ্রুপ সি-তে। ২,১৩৯ জন গ্রুপ ডি-তে। ওএমআর শিট টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত ‘অযোগ্য’ প্রার্থীর সংখ্যা গ্রুপ সি-তে ৭৮২ জন এবং গ্রুপ ডি-তে ২,১৩৯ জন। আদালতের নির্দেশ মেনেই সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়। এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হল।

চলুন এই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

আরও পড়ুন

মোট শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি-র জন্য ২ হাজার ৯৮৯টি এবং গ্রুপ ডি-এর জন্য ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ রয়েছে।

কবে থেকে আবেদন

আবেদন প্রক্রিয়া ৩ নভেম্বর থেকে শুরু হবে এবং ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। আবেদনকারীরা ওই দিন রাত ১১:৫৯ পর্যন্ত টাকা পেমেন্ট করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: অনলাইন

যোগ্যতা: ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ-সি (করণিক) পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। অন্যদিকে, গ্রুপ-ডি পদের (যেমন পিওন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, নাইট গার্ড) জন্য ন্যূনতম ক্লাস এইট পাস হলেই চলবে। জেনারেল ক্যাটেগরিতে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

Advertisement

ফি: গ্রুপ সি ও গ্রুপ ডি, দুই পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির চাকরি প্রার্থীদের ৪০০ টাকা করে দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের দিতে হবে ১৫০ টাকা করে। চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেন। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বাংলায় কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।'

Read more!
Advertisement
Advertisement