WBCS Exam 2023: WBCS বা ‘পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস’ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্ত অফিসারদের নিযুক্ত করা হয়। প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে এই পরীক্ষার নোটিশ বের হয়। ভালো বেতনের স্থায়ী সরকারি চাকরি, সঙ্গে সরকারি কার্যকলাপে অংশগ্রহণ করার সুযোগের জন্য পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রার্থীদের কাছে পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ।
কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)পরীক্ষা, ২০২৩ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সিভিল ক্যাডারে যে পদগুলিতে নিয়োগ করা হবে তার ফলাফল পরিষেবা (Exe.) এবং কিছু অন্যান্য পরিষেবা এবং পোস্ট প্রকাশ করা হবে৷
আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে পাবেন।
কমিশনের ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে https://wbpsc.gov.in-এ আবেদন করা যাবে। তবে তার আগে পরীক্ষা, প্রার্থীদের 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' করে নিজেদের তালিকাভুক্ত করতে হবে একই ওয়েবসাইটের মাধ্যমে।
কীভাবে আবেদন?
http://www.pscwbonline.gov.in বা http://www.pscwbapplication.in -এই দুটি লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা বিষয় মনে রাখতে হবে যে, নথিভুক্ত করার সময়ে যেন কোনও ভুল না হয়। যারা ইতিমধ্যেই এর মাধ্যমে ভর্তি হয়েছেন, তাদের একই ওয়েবসাইটে (https://wbpsc.gov.in) দ্বিতীয়বার নথিভুক্ত করতে হবে না।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার বয়সসীমা, যোগ্যতা, বেতনের স্কেল, শেষ তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য, স্কিম এবং সিলেবাসের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফি জমা দেওয়া, পরীক্ষা ইত্যাদি যাবতীয় তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://wbpsc.gov.in।