উচ্চ মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট (WB HS Result 2024) প্রকাশিত হবে বুধবার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Uccha Madhyamik Result 2024) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট ঘোষণা করবেন বুধবার দুপুর ১টায়। এরপর দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পাবেন bangla.aajtak.in-এর এই লিঙ্কে ক্লিক করে। রোল নম্বর ও জন্মতারিখ লিখলেই চলে আসবে মার্কশিট। ডাউনলোড করে নিতে পারবেন।
এ বছর পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি।
কীভাবে দেখা যাবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও দেখা যাবে bangla.aajtak.in-এ। এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রোল নম্বর ও জন্মতারিখ পূরণ করতে হবে।
তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। চলে আসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। দেখা যাবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন।
নীচে ডাউনলোড ও প্রিন্ট অপশন থাকবে। সেখান থেকেই মার্কশিট প্রিন্ট করে নিতে পারেন।
এছাড়াও রেজাল্ট দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে
পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। ভবিষ্যতের জন্য পরীক্ষার্থীরা এর পর রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন।
নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও 'WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।