Advertisement

HS Practical Examination: উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিন ঘোষণা, স্কুল কী করবে? জানাল সংসদ

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এর মধ্যেই রাজ্যের সব স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে হবে।

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিন ঘোষণা, স্কুলের নিয়মবিধিও প্রকাশ সংসদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2024,
  • अपडेटेड 3:01 PM IST
  • যদি কোনও পড়ুয়া গতবারেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাকে তবে তাকে আর পরীক্ষা দিতে হবে না
  • পরীক্ষক এবং স্কুলের প্রধানশিক্ষকের সই উত্তরপত্রে থাকলেই হবে

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এর মধ্যেই রাজ্যের সব স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে হবে। ২৭ নভেম্বর সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হবে। স্কুলগুলিকে সেখান থেকেই সংগ্রহ করে নিতে হবে।

স্কুলের জন্য নিয়মবিধি

শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষার জন্য বিভাগীয় শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যদি কোনও বিষয়ের শিক্ষক স্কুলে না থাকে, তবে অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে। এর জন্য কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের অনুমতি নিতে হবে। এর জন্য বিষয় শিক্ষকের সম্মতি লাগবে, স্কুলের প্রধানশিক্ষকের নৌ অবজেকশন সার্টিফিকেট লাগবে।

সরকারি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে ক্লিক করে

যদি কোনও পড়ুয়া গতবারেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাকে তবে তাকে আর পরীক্ষা দিতে হবে না। পরীক্ষক এবং স্কুলের প্রধানশিক্ষকের সই উত্তরপত্রে থাকলেই হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্র এই পর্যায়ে কাউন্সিলে জমা দেওয়ার প্রয়োজন নেই। কাউন্সিল থেকে কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত সেগুলি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রধানশিক্ষকের নিরাপদ হেফাজতে রাখতে হবে। যখন প্রয়োজন হবে তখন কাউন্সিল দ্বারা সংগ্রহ করা হবে। ৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে উত্তরপত্র আপলোড করতে হবে। প্রজেক্ট মার্কসও কাউন্সিলে জমা দিতে হবে শুধুমাত্র অনলাইন মোডে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের উত্তরপত্রের হার্ড কপি জমা দেওয়ার জন্য কাউন্সিলের অফিসে আসার দরকার নেই।

উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা

এবার উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩ মার্চ। পরীক্ষা চলবে ১৮ মার্চ অবধি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা হবে। ২০২৫ সালের মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কারণ পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমেস্টার পদ্ধতি চালু হয়ে যাবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement