Advertisement

West Bengal Food Safety Officer Recruitment 2022: ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করছে স্বাস্থ্য দফতর, বেতন শুরু ৩৫,৮০০ থেকে

West Bengal Food Safety Officer Recruitment 2022: ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ (West Bengal Food Safety Officer Recruitment 2022) করবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ দফতর (Health & Family Welfare Department)। এর জন্য তারা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (West Bengal Health Recruitment Board)। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই পুরুষ ও মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করছে স্বাস্থ্য দফতরফুড সেফটি অফিসার পদে নিয়োগ করছে স্বাস্থ্য দফতর
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Dec 2022,
  • अपडेटेड 5:22 PM IST
  • ১৬ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে
  • আবেদন জানানোর শেষ সময়সীমা ৩০ ডিসেম্বর

West Bengal Food Safety Officer Recruitment 2022: ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ (West Bengal Food Safety Officer Recruitment 2022) করবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ দফতর (Health & Family Welfare Department)। এর জন্য তারা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (West Bengal Health Recruitment Board)। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই পুরুষ ও মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন জানানোর শেষ সময়সীমা ৩০ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত। আমরা এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিশদে জানাব।

West Bengal Food Safety Officer Recruitment 2022 পদের নাম:

আরও পড়ুন

ফুড সেফটি অফিসার (Food Safety Officer)

West Bengal Food Safety Officer Recruitment 2022 মোট শূন্যপদ:

মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্য পদের বিন্যাস অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে চাকরি প্রার্থীরা দেখে নিতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ ২০২২ (West Bengal Food Safety Officer Recruitment 2022):

আরও পড়ুন: 

যোগ্যতা:

(ক) সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা:

যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Masters Degree in Chemistry or degree in medicine- এর মধ্যে যে কোনও একটি বিষয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা কেমিস্ট্রি বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি।

পদের জন্য অন্যান্য শর্ত:

আপাতত বলবৎ সরকারি আদেশ অনুযায়ী বাংলা ও অন্যান্য ভাষার জ্ঞান।

মাসিক বেতন:

পে লেভেল ১২ অনুযায়ী ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা। 

Advertisement

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে ১.১.২০২২ তারিখ অনুযায়ী। সর্বোচ্চ বয়সসীমায় ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন। এসসি ও এসটি চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন।

ফি:

প্রার্থীদের অনলাইন আবেদন ফি ২১০ টাকা জমা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে।

আবেদন কীভাবে:

পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু: ১৬ ডিসেম্বর ২০২২ থেকে

আবেদন জমা দেওয়ার সময়সীমা: ৩০ ডিসেম্বর ২০২২ দুপুর ২টো পর্যন্ত

Read more!
Advertisement
Advertisement