
মাধ্যমিকের পর প্রাথমিকেও গরমের ছুটি কাটছাঁট। রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলে কমছে গরমের ছুটি। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২৬-এর ছুটির তালিকা প্রকাশ করেছে। সেখানে গরমের ছুটি রয়েছে ১১-১৬ মে।
রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে ৬ দিন গ্রীষ্মের ছুটির কথা ঘোষণা করা হয়েছিল। এবার প্রাথমিকেও একই পথে হাঁটা হল। ঠিক কী কারণে ছুটি কমানো হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষক মহলের দাবি, গত কয়েক বছরে তাপপ্রবাহের জেরে গ্রীষ্মকালীন ছুটি আগেই দিয়ে দেওয়া হয়। স্কুল বন্ধও রাখা হয়েছিল অনেকদিনই। এমনকি প্রায় দেড় মাসও ছুটি দেওয়া হয়েছে তাও হয়েছে। তাপপ্রবাহ থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আগাম ছুটির ঘোষণা করেন।
এ কথা মাথায় রেখেই শিক্ষা দফতরের ক্যালেন্ডারে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। তবে, পুজোর ছুটি টানা ২৫ দিনই ধার্য করা হয়েছে প্রাথমিক স্কুলগুলির জন্য। সর্বোপরি মোট ছুটির সংখ্যাই কমানো হয়েছে।