
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ। ন্যাশনাল আরবান হেল্থ মিশনের অধীনে পাবলিক হেল্থ ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই তার নোটিফিকেশন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সিলেকশন হলে রাজ্যের বিভিন্ন পুরসভায় জনস্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে কাজের সুযোগ মিলবে।
এই নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৪৫টি। যোগ্য প্রার্থীদের জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে ৩৫,০০০ টাকা। সরকারি সংস্থার অধীনে জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ হওয়ায় ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে উত্সাহ চোখে পড়ছে।
১৮ ডিসেম্বর থেকে আবেদন জানানো যাবে অনলাইনে। নির্দিষ্ট সময়সীমা মেনে আবেদন জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ ডিসেম্বর। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১০০ টাকা।
যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। আবেদনকারীদের ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। সঙ্গে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতেই হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সমপর্যায়ের অন্য ডিগ্রি বা দক্ষতা থাকলেও বিবেচনা করা হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এই পদের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে প্রার্থীদের।
নির্বাচন হবে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা খতিয়ে দেখে। প্রতিটি ধাপের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ভাবে নিয়োগ করা হবে।
চাকরি প্রার্থীদের উদ্দেশে দফতরের পরামর্শ, আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেওয়া প্রয়োজন। অনলাইন ফর্ম পূরণ থেকে যোগ্যতার শর্ত; সব তথ্যই সেখানে বিস্তারিত ভাবে দেওয়া আছে। স্বাস্থ্য পরিকাঠামোয় কাজ করার আগ্রহ থাকলে এই সুযোগ হাতছাড়া না করারই পরামর্শ বিশেষজ্ঞদের।