Advertisement

West Bengal Higher Secondary Result 2022 Direct Link: এই লিঙ্কে ক্লিক করে জানুন নিজের নম্বর

মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ২৭২ জন। ৪৯৮ নম্বর পেয়ে এ বছর প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা।    

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানুন এখানে-
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2022,
  • अपडेटेड 12:44 PM IST
  • প্রকাশিত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
  • প্রথম স্থানে কোচবিহারের অদিশা দেবশর্মা।

সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ২৭২ জন। ৪৯৮ নম্বর পেয়ে এ বছর প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা।    

এ বছর মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন। এর মধ্যে ছাত্রী ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা। তিনি কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৮। ৯৯.৬% পেয়েছেন অদিশা।

পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত রয়েছেন দ্বিতীয়স্থানে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। পাঠভবনের রোহিত সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়া কাশীনাথদাস ইনস্টিটিউট অভীক দাস এবং জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের পরিচয় পারি হয়েছেন তৃতীয়।

 বেলা ১২টা থেকে নিজের নম্বর জানুন এখানেই- 

 

চলতি বছর মোট পরীক্ষার্থী ৭,৪৪,৬৫৫ জন। ৭,২০,৮৬২ জন পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় বসেছেন ৯৬ শতাংশ ছাত্রছাত্রী। পাশ করেছেন ৬৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ।

আরও পড়ুন- পরের বছর উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ ও সিলেবাস ঘোষণা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement