Advertisement

West Bengal Higher Secondary Result 2022 Direct Link: এই লিঙ্কে ক্লিক করে জানুন নিজের নম্বর

মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ২৭২ জন। ৪৯৮ নম্বর পেয়ে এ বছর প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা।    

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানুন এখানে-উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানুন এখানে-
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2022,
  • अपडेटेड 12:44 PM IST
  • প্রকাশিত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
  • প্রথম স্থানে কোচবিহারের অদিশা দেবশর্মা।

সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ২৭২ জন। ৪৯৮ নম্বর পেয়ে এ বছর প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা।    

এ বছর মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন। এর মধ্যে ছাত্রী ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা। তিনি কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৮। ৯৯.৬% পেয়েছেন অদিশা।

পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত রয়েছেন দ্বিতীয়স্থানে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। পাঠভবনের রোহিত সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়া কাশীনাথদাস ইনস্টিটিউট অভীক দাস এবং জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের পরিচয় পারি হয়েছেন তৃতীয়।

আরও পড়ুন

 বেলা ১২টা থেকে নিজের নম্বর জানুন এখানেই- 

 

চলতি বছর মোট পরীক্ষার্থী ৭,৪৪,৬৫৫ জন। ৭,২০,৮৬২ জন পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় বসেছেন ৯৬ শতাংশ ছাত্রছাত্রী। পাশ করেছেন ৬৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ।

Read more!
Advertisement
Advertisement