Advertisement

West Bengal Higher secondary 2023 Dates: আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কোন পরীক্ষা এবং সিলেবাস ঘোষণা

আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ শিক্ষা সংসদ। হোম সেন্টার আর থাকছে না। আগের ব্যবস্থাতেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আগামী উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট।  আগামী উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2022,
  • अपडेटेड 5:50 PM IST
  • আগামী বছর হোম সেন্টার থাকছে না।
  • উচ্চ মাধ্যমিক পূর্ণাঙ্গ সিলেবাসেই।

আজ প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সেই সঙ্গে আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্টও ঘোষণা করল উচ্চ শিক্ষা সংসদ। সংসদ সভাপতি জানালেন, ১৪ মার্চ শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। বিস্তারিত সূচি আপলোড করে দেওয়া হবে সংসদের ওয়েবসাইটে।

সেই সঙ্গে সংসদ সভাপতি জানান, আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে। এ বছর করোনার কারণে হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন ছাত্রছাত্রীরা। আগামী বছর পুরনো পদ্ধতিতেই পরীক্ষা হবে। অর্থাৎ বাইরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। 

কবে কোন পরীক্ষা- 

আরও পড়ুন

১৪ মার্চ - বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওডিয়া, তেলেগু, গুজরাতি এবং পঞ্জাবি

১৬ মার্চ - বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ

১৭ মার্চ - ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)

১৮ মার্চ - বায়োলজিক্য়াল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্য়াল সায়েন্স

২০ মার্চ - অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস

২১ মার্চ - কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্য়াপ্লিকেশন

২২ মার্চ - কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজি

২৩ মার্চ - ফিজিক্স, নিউট্রিশান, এডকেশন, অ্যাকাউন্টেন্সি

২৪ মার্চ - ইকোনমিক্স

২৫ মার্চ - কেমিস্ট্রি, জার্নালিজম অ্য়ান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ

২৭ মার্চ - স্ট্য়াটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

চলতি বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ।  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ৭,২০,৮৬২ জন পরীক্ষায় বসেছেন। পাশ করেছেন ৬৩৬,৮৭৫ জন।

জেনে নিন নিজের নম্বর

   

 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement