Advertisement

WB HS Examination 2025: উচ্চ মাধ্যমিকে কোন ধরনের ক্যালকুলেটর নিষিদ্ধ? পরীক্ষার আগে বাকি নিয়মগুলিও জানুন

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে। সেমিস্টার পদ্ধতিতে এই প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর একাধিক নতুন বিধিনিষেধ জারি করেছে সংসদ। ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার এবার দু'টি ধাপে হবে। সেপ্টেম্বরে প্রথম ধাপ ও মার্চে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে। এবার প্রথম ওএমআর শিটে MCQ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি আরও কিছু নিয়মে বদল রয়েছে। কী কী জানুন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 2:20 PM IST

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে। সেমিস্টার পদ্ধতিতে এই প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর একাধিক নতুন বিধিনিষেধ জারি করেছে সংসদ। ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার এবার দু'টি ধাপে হবে। সেপ্টেম্বরে প্রথম ধাপ ও মার্চে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে। এবার প্রথম ওএমআর শিটে MCQ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি আরও কিছু নিয়মে বদল রয়েছে। কী কী জানুন।

উচ্চমাধ্যমিকে কী কী নিয়ম বদল জেনে নিন-
তৃতীয় সেমিস্টারের ফল অক্টোবর মাসে প্রকাশ হতে পারে। এ বছর পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কোনও পরীক্ষার্থীর থেকে ইলেকট্রনিক কোনও গেজেট উদ্ধার করা হয়, তাহলে পুরো পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীকে শৌচালয়ে যেতে দেওয়া হবে না। কোনো জরুরি কারণ ছাড়া পরীক্ষার ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। এবারের পরীক্ষা মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের।

এ বছর দুই সেট প্রশ্নপত্র রাখা হচ্ছে। উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে বিকল্প ব্যবস্থা রাখছে সংসদ। উচ্চশিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, পুলিশের তরফে পরীক্ষার সময় নজরদারি চলবে। যদি সামান্য কিছু প্রশ্নও ফাঁস হয়ে থাকে তাহলে যাচাই করে বিকল্প প্রশ্নপত্র দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা কতক্ষণ চলবে, কখন ঢুকতে হবে?
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ন'টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। 

কীভাবে পরীক্ষার মার্কস ভাগ হবে?
এবারের পরীক্ষায় যে সাবজেক্টগুলিতে প্র্যাকটিক্যাল আছে সেই পরীক্ষাগুলি হবে ৩৫ নম্বরের। আর যেগুলিতে প্র্যাকটিক্যাল নেই সেগুলিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় সাড়ে দশ নম্বরের বেশি পেলে পাশ। তৃতীয় সেমিস্টারে ফেল করলে চতুর্থ সেমেস্টার দেওয়ার সুযোগ থাকবে। তবে মার্কশিটে তা উল্লেখ করা থাকবে।

Read more!
Advertisement
Advertisement