Advertisement

HS Semester 3 Result Date: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল কবে? যা জানা গেল

HS Semester 3 Result: উচ্চমাধ্যমিকে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

HS তৃতীয় সেমেস্টারের রেজাল্ট কবে।HS তৃতীয় সেমেস্টারের রেজাল্ট কবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 8:13 AM IST
  • উচ্চমাধ্যমিকে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।
  • আগামী ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে।
  • শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

HS Semester 3 Result: উচ্চমাধ্যমিকে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের ওয়েবসাইটেই রেজাল্ট দেখা যাবে। দুপুর ১টা থেকে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। পাশাপাশি আরও কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে।

থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়েছিল গত সেপ্টেম্বরে। শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। শেষ হয় ২২ সেপ্টেম্বর। প্রায় সাড়ে ৬ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তৃতীয় সেমেস্টারের পরীক্ষায়। এই পরীক্ষাগুলি নেওয়া হয় ওএমআর শিটে। অর্থাৎ, উত্তর দিতে হয় পূর্ণসংখ্যা বৃত্তে রঙ করে।

এক মাসেরও একটু বেশি সময় পেরিয়ে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, ৩১ অক্টোবর একটি সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে। তবে এবার কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না।

শিক্ষা দফতর সূত্রে খবর, এবার থেকে দুই সেমেস্টারের নম্বর যোগ করেই হবে চূড়ান্ত ফলাফল। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের প্রাপ্ত নম্বর মিলিয়েই তৈরি হবে চূড়ান্ত মার্কশিট। তাই আপাতত তৃতীয় সেমেস্টারের ফলের সঙ্গে কোনও মেধাতালিকা থাকছে না।

ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। এরপরই জানা যাবে পুরো বছরের ফলাফল। যারা তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে বসতে পারেনি, তারাও চতুর্থ সেমেস্টারে পরীক্ষার সুযোগ পাবেন।

শিক্ষাবিদদের মতে, এই নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীরা দ্বিতীয় সুযোগ পাবেন নিজেদের ভুল শুধরে নিতে। তৃতীয় সেমেস্টারে ফল খারাপ হলেও চতুর্থ সেমেস্টারে ভাল করে পাশ করা সম্ভব। ফলে মানসিক চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

ছাত্রছাত্রীদের মধ্যেও এই নতুন পদ্ধতি নিয়ে আগ্রহ তুঙ্গে। কেউ কেউ বলছেন, 'সেমেস্টার পদ্ধতি পড়াশোনার চাপ ভাগ করে দেয়।' কেউ আবার মনে করছেন, 'দুইবার পরীক্ষা মানে প্রস্তুতির সময়ও বেশি।'

প্রথমবার এই নতুন নিয়মে উচ্চমাধ্যমিকের ফলাফল কীভাবে গড়ে ওঠে, সেটাই এখন সবার চোখে। শিক্ষা সংসদ আশা করছে, পাশের হার আগের তুলনায় বাড়বে।

Advertisement

৩১ অক্টোবর দুপুরে যখন সংসদের ওয়েবসাইটে ফল দেখা যাবে, তখন রাজ্যের লক্ষ লক্ষ পরিবার তাকিয়ে থাকবে স্ক্রিনে। কারণ, এই ফলই দেখাবে নতুন সেমেস্টার পদ্ধতির প্রথম পদক্ষেপ কতটা সফল হয়েছে।

Read more!
Advertisement
Advertisement