West Bengal HS Result 2022: আগামী শুক্রবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ১০ তারিখ বেলা ১১টার দিকে প্রকাশিত হবে রেজাল্ট। তার আগেই পড়ুয়ারা বিভিন্ন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল জানতে পারেন। bangla.aajtak.in - এও জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।
West Bengal HS Result 2022: এই ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখা যাবে
www.wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
bangla.aajtak.in
West Bengal HS Result 2022: ২র এপ্রিল শুরু হয়েছিল পরীক্ষা
চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল। ২৭ এপ্রিল শেষ পরীক্ষা হয়। এবারে পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের চেয়ে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। করোনার কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বার নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়।
West Bengal HS Result 2022: কীভাবে দেখা যাবে পরীক্ষার রেজাল্ট
উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানে সম্ভবত প্রথম ১০ মেধাতালিকা প্রকাশ করা হবে। তার ১ ঘণ্টার মধ্যে প্রতিটি ওয়েবসাইটে নম্বর লাইভ হবে। ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াদের রোল নম্বর এবং জন্ম তারিখ লিখে প্রবেশ করতে হবে। সেখানে রেজাল্ট দেখা যাবে। পরে নির্দিষ্ট সেন্টার থেকে প্রত্যেক পড়ুয়াকে হার্ড কপি দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। সেই সময়েও রেজাল্ট আজ তক বাংলাতে দেখা গিয়েছিল। অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমেই আপনি রেজাল্ট জানতে পারবেন। রোল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। দ্রুত রেজাল্ট দেখতে এই পাতাটি সেভ করে রাখুন। আজতক বাংলায় দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সেভ করে রাখতে উপরের 'Save' আইকনে ক্লিক করুন। এছাড়া নিজের পরিচিতদের লিংক পাঠাতে উপরে 'Copy Link' বা হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে সরাসরি শেয়ারও করতে পারেন।