Advertisement

WB HS Exam: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার আজ শুরু, প্রশ্নপত্রে বার কোড, আর কী কী নয়া নিয়ম?

শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। এই প্রথম সেমেস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যে। এই পরীক্ষা প্রশ্ন ফাঁস রুখতে একাধিক কড়া বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রে থাকছে বার কোড, উত্তর OMR শিটে।

ফাইল ফটোফাইল ফটো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 9:41 AM IST
  • উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেমে পরীক্ষা শুরু
  • প্রশ্নপত্রে থাকবে বার কোড
  • উত্তর দিতে হবে OMR শিটে

সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব। ২০২৬ সালের পরীক্ষার ফার্স্ট সেমেস্টারে বসবেন দ্বাদশের ছাত্রছাত্রীরা। পরীক্ষা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথাগত পদ্ধতি বাতিল করে এই প্রথম সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এ রাজ্যে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ফেলেছে আগামী বছর ফেব্রুয়ারিতে। দুই সেমেস্টারের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

এদিন প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। সকাল ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে ছাত্রছাত্রীরা। এই সেমেস্টারে পরীক্ষায় বসছে মোট ৬ লক্ষ ৫৯ হাজার ৮১৪ জন। এক মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ৭৯ হাজার ৫৮২ জন বেশি। মোট ২১০টি পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। তার মধ্যে ১২২টি সেন্টারকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। 

কেমন হবে এই সেমেস্টারের পরীক্ষা?
উচ্চ মাধ্যমিকের এই প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ। OMR শিট দেওয়া হবে উত্তর লেখার জন্য। ইতিমধ্যেই প্রত্যেক স্কুলে OMR শিট ভর্তি করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। নীল বা কালো বল পয়েন্ট পেনে OMR শিট ফিল করতে হবে। মোবাইল, ক্যালকুলেটর, বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। কেউ তা নিয়ে ধরা পড়লে পরীক্ষার্থীর সেই পরীক্ষা বাতিল করা হবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ পেন্সিল বক্স বা পাউচ, স্বচ্ছ ক্লিপ বোর্ড। প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে নিরাপত্তাজনিত কিছু ব্যবস্থা। থাকবে বিশেষ বার কোড। প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাবে। কোথা থেকে ছবি তোলা হয়েছে এবং কে তুলেছে তাও বোঝা যাবে এই ব্যবস্থায়। পরীক্ষার্থীরা হলে প্রবেশের আগে তাদের দেহের তল্লাশি হবে। ১ ঘণ্টা ১৫ মিনিটের এই সেমেস্টারের পরীক্ষায় শৌচালয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা শেষ না হলে পরীক্ষার্থীদের হল থেকে বেরোতে দেওয়া হবে না। 

Advertisement

অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।

 

Read more!
Advertisement
Advertisement