Advertisement

WB HS 3rd Sem Result: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শুক্রবার, কীভাবে চেক করবেন? জেনে নিন

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট টেক করতে পারবে পরীক্ষার্থীরা। কীভাবে চেক করা যাবে রেজাল্ট, কখন তা ডাউনলোড করা যাবে, রইল বিস্তারিত তথ্য।

কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমের রেজাল্ট? কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমের রেজাল্ট?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 3:00 PM IST
  • বৃহস্পতিবার দুপুরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল
  • ওয়েবসাইটের মাধ্যমেই দেখা যাবে রেজাল্ট
  • কীভাবে চেক করবেন, জেনে নিন

প্রতীক্ষার অবসান। শুক্রবারই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩১ অক্টোবর, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে তৃতীয় সেমেস্টারের ফল। 

কোথায়-কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল?
অনলাইনেই জানা যাবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। পরীক্ষাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে দেখতে হবে রেজাল্ট। দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট আউট করা যাবে। হার্ড কপি মিলবে স্কুল থেকেই। প্রধান শিক্ষক রেজাল্টের কপি ডাউনলোড করে স্ট্যাপ সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। 

কীভাবে চেক করবেন রেজাল্ট?
https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানা যাবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করা যাবে দুপুর সাড়ে ১২টার পর থেকেই। কিন্তু সেই রেজাল্টের কপি ডাউনলোড করা যাবে দুপু ২টোর পর। 

৩৯ দিনের মাথায় উচ্চমাধ্য়মিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট আউট হচ্ছে। এই সেমেস্টার শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর থেরে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে পরীক্ষা। প্রথম ক্লাস টুয়েলভে এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। এই বছর ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ পরীক্ষার্থীর এনরোলমেন্ট ছিল। তার মধ্যে ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ। যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। পর্ষদের মতে, সিমেস্টার পদ্ধতির জন্যই পরীক্ষার উপস্থিতির হার এত বেশি হয়েছে। এই বছর পরীক্ষা হয়েছে OMR শিটে। 

চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর ফল প্রকাশ হলে চূড়ান্ত মার্কশিট হাতে দেওয়া হবে পড়ুয়াদের। 

 

Read more!
Advertisement
Advertisement