কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিল পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল। জাতীয় শিক্ষানীতিকে ‘তুঘলকি’ বলে আখ্যা দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি রাজ্য গ্রহণ করেনি, সম্প্রতি বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য়ের তরফে নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে, সেই বথাও বলেছিলেন ব্রাত্য বসু। সোমবার রাজ্য মন্ত্রিসভর বৈঠকে সেই শিক্ষানীতিতে সিলমোহর দিল তৃণমূল সরকার। ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে রাজ্যের নয়া শিক্ষানীতি।
পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব শিক্ষানীতি তৈরি করল ৷ কেমন হচ্ছে সেই শিক্ষানীতি? মোদী সরকারের শিক্ষানীতি থেকেই বা কতটা আলাদা রাজ্যের শিক্ষানীতি। এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে মানুষের মনে। সোমবার মন্ত্রিসভায় পাস হওয়া এই শিক্ষানীতিতে যেমন চার বছরের ডিগ্রি কোর্স থাকছে, তেমনই সরকারি ও বেসরকারি - সব স্কুলেই বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি ও বাংলা ভাষা ৷ চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের নতুন শিক্ষানীতি।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন শিক্ষানীতি