পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা হল। ২৭ এপ্রিল হবে পরীক্ষা। শুক্রবার পরীক্ষার দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা, www.wbjeeb.in-এ।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তি ও পড়াশোনার সুযোগ পান ছাত্রছাত্রীরা। একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকবে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা বায়োটেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন।
প্রার্থীদের ডিজিটাল ফটোগ্রাফ, সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের স্ক্যান কপি-সহ অন্য কাগজপত্র তৈরি রাখা উচিত। ।যাতে দ্রুত আবেদনপত্র আপলোড করা যায় ওয়েবসাইটে। অফলাইনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
ছাত্রদের তিনটি বিষয়ে মোট ৪৫ শতাংশ নম্বর পেতেই হবে। তবে, SC, ST, OBC এবং PwD বিভাগের প্রার্থীরা যোগ্যতা পরীক্ষার মোট নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা পড়ুয়ারাও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৪২,৬৯২।