আগামী সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। তাই এ ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik 2025 Schedule)
১০ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার)- বাংলা
১১ ফেব্রুয়ারি, ২০২৫ (মঙ্গলবার)- ইংরেজি
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার) - গণিত
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার)- ইতিহাস
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (মঙ্গলবার )- ভূগোল
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার)- জীবনবিজ্ঞান
২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার)- ভৌতবিজ্ঞান
২২ ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার)- ঐচ্ছিক বিষয়
মাধ্যমিক পরীক্ষার সময় (Madhyamik 2025 Time)
সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। শুরুর ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। সকাল ১১ টা থেকে লেখা শুরু করতে হবে।
মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা (Madhyamik Examination 2025)
পরীক্ষা কেন্দ্র- ২৬৮৩
পরীক্ষার্থী- ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩
ছাত্র- ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩
ছাত্রী- ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০
ফাঁসে কড়া মাধ্যমিক পর্ষদ (Madhyamik 2025 No Smar Gadget And Smart Phone)
সাম্প্রতিককালে মাধ্যমিক পরীক্ষায় নানা অভিযোগ উঠেছে। টোকাটুকি থেকে প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ উঠেছে। এই সব রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান,'পরীক্ষা চলার সময় কোনও গ্যাজেট পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে পরীক্ষা বাতিল হবে'।
- স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষায় বসলে পরীক্ষা বাতিল হবে।
- টয়লেটেও নজরদারি। স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখা যাবে না।
- পরীক্ষা কেন্দ্রে কোনও অভিভাবক প্রবেশ করতে পারবেন না।
- প্রশ্নফাঁস ও টুকলি রুখতে স্কুলে স্কুলে পরিদর্শন করবে পর্ষদের বিশেষ দল।
- মোবাইল বা অন্য কোনও স্মার্ট গ্যাজেট রাখতে পারবেন না পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।
- সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
- মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে শিক্ষক-শিক্ষাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে এলে প্রধান শিক্ষকের রেজিস্টারে লিখিতভাবে জানাতে হবে।
- পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা শিক্ষাকর্মীদের মোবাইল ভেন্যু সুপারভাইজ়ারের কাছে জমা থাকবে।
- কারা মোবাইল জমা দিলেন, তার তথ্য নিয়ে একটি রোস্টারও বানাতে হবে প্রধান শিক্ষককে।
- পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়ম না মানলে কড়া ব্যবস্থা।
পর্ষদের ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (Madhyamik 2025 Helpline Numbers)
পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে পর্ষদ। তা চালু থাকবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। যে কোনও সময়ে যোগাযোগ করতে পারবে তারা।
সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২।
কলকাতার হেল্পলাইন- ০৩৩ ২৩২১ ৩৮১১
বর্ধমানের হেল্পলাইন- ০৩৪ ২২৬৬ ২৩৭৭
মেদিনীপুরের হেল্পলাইন- ০৩২ ২২২৭ ৫৫২৪
উত্তরবঙ্গের হেল্পলাইন- ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭