Advertisement

madhyamik exam 2022 result : মাধ্যমিকের বেশিরভাগ খাতা জমা পড়েছে পর্ষদে, রেজাল্ট কবে?

এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষের বেশি। তবে কতজন পরীক্ষা দিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফলাফল প্রকাশিত হওয়ার সময় সেই সংখ্যাটা জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2022,
  • अपडेटेड 5:58 PM IST
  • গত ৭ই মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা
  • শেষ হয়েছিল, ১৬ মার্চ
  • র্ষদ সূত্রে খবর, বেশিরভাগ খাতা জমা পড়া গিয়েছে পর্যদে

গত ৭ই মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল, ১৬ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেই মতো পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। 

পর্ষদ সূত্রে খবর, বেশিরভাগ খাতা জমা পড়া গিয়েছে পর্যদে। তবে এখনও কিছু খাতা জমা পড়তে বাকি রয়েছে। পর্ষদ আগেই জানিয়েছিল, গাইডলাইন মেনে যাতে খাতা দেখা হয়, মূল্যায়ন করা হয় ও সময়ের মধ্যে খাতা দেখা হয় সেই ব্যাপারে স্কুলগুলোকে  নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই মোতাবেক কাজ এগোচ্ছে। 

আরও পড়ুন

কলকাতার একাধিক স্কুলের শিক্ষকরাও জানিয়েছেন, তাঁদের তরফে খাতা পর্ষদে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছে খবর এসেছে, মে মাসের শেষের দিকে ফলাফল প্রকাশিত হতে পারে। 
 

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'জুন মাসের শেষের দিকে ফলাফল প্রকাশিত হবে। আমার জানাশোনা প্রায় সব স্কুল থেকেই খাতা পর্ষদে জমা পড়েছে। পর্ষদ সূত্রেও আমরা জানতে পেরেছি যে, ফলাফল প্রকাশ করার বিষয়ে তারা তৎপর।' 

এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক জানান, 'আমাদের তরফে আগেই জানানো হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা। সেই মতো প্রস্তুতি চলছে। তবে খাতা এখনও জমা পড়েনি সব জায়গা থেকে। এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে, কবে ফলাফল প্রকাশিত হবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।' 

প্রসঙ্গত, এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষের  বেশি। তবে কতজন পরীক্ষা দিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফলাফল প্রকাশিত হওয়ার সময় সেই সংখ্যাটা জানা যাবে বলে মনে করা হচ্ছে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement