Advertisement

West Bengal Scholarship 2022: রাজ্যের পড়ুয়াদের মাসে ৫ হাজার টাকার স্কলারশিপ, শেষ তারিখ কবে-কীভাবে আবেদন?

Swami Vivekananda Scholarship 2022: পশ্চিমবঙ্গ সরকারের সুপরিচিত স্কলারশিপগুলির মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কলারশিপটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত যা রাজ্যের শিক্ষার্থীদের দেওয়া হয়। প্রত্যেক বছর রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপটি দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনর্নবীকরণ করতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপপশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2022,
  • अपडेटेड 3:15 PM IST
  • পশ্চিমবঙ্গ সরকারের সুপরিচিত স্কলারশিপগুলির মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
  • রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দিচ্ছে সরকার
  • রাজ্যের প্রি-ম্যাট্রিক অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণি এবং পোস্ট ম্যাট্রিক একাদশ থেকে পিএইচডি ছাত্র-ছাত্রীদের জন্য

Swami Vivekananda Scholarship 2022: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) সুপরিচিত স্কলারশিপগুলির মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। স্কলারশিপটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত যা রাজ্যের শিক্ষার্থীদের দেওয়া হয়। প্রত্যেক বছর রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপটি দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনর্নবীকরণ করতে পারবেন। যাঁরা নিজেদের স্কলারশিপ পুনর্নবীকরণ করতে ইচ্ছুক তাদের হাতে আর দিন কয়েক সময় রয়েছে।

কারা পাবেন এই স্কলারশিপ?
রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দিচ্ছে সরকার। রাজ্যের প্রি-ম্যাট্রিক অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণি এবং পোস্ট ম্যাট্রিক একাদশ থেকে পিএইচডি ছাত্র-ছাত্রীদের জন্য। মেরিট কাম মিনস ও অন্যান্য স্কলারশিপ স্কিমের জন্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন তারাই পুনর্নবীকরণ করতে পারবেন। 

রাজ্যের পড়ুয়াদের প্রতি মাসে ১,০০০-৫,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে। শ্রেণি বিশেষে স্কলারশিপ দেওয়া হবে।

আরও পড়ুন

কত তারিখ পর্যন্ত পুনর্নবীকরণ করা যাবে?
পোর্টাল খুলেছে গত ১৫ অগাস্ট, ২০২২। আগামী ৩১ অক্টোবর ২০২২-আবেদনের শেষ তারিখ।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা
-শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপ পাবেন।
-শিক্ষাপ্রতিষ্ঠান রাজ্যেরই হতে হবে।
-বিগত পরীক্ষায় ৫০% নম্বর পেতে হবে (প্রথম শ্রেণি বাদে)।
-পরিবারের বাৎসরিক আয় প্রি ও পোস্ট ম্যাট্রিকের জন্য ২ লক্ষ টাকা ও মেরিট কাম মিনসের জন্য ২.৫ লক্ষ টাকা।
-রেজিস্টারের জন্য যেকোনও একটি নম্বর ব্যবহার করা যাবে।
-প্রি-ম্যাট্রিক হলে অভিভাবকের এবং বাকিদের ক্ষেত্রে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
-যে কোনও একটি স্কলারশিপ করা যাবে।
-আধার কার্ড বাঞ্চনীয়।
-বাংলা শিক্ষার ইউনিক আইডি বাঞ্চনীয়।
-আবেদনকারীদের নিজস্ব প্রতিষ্ঠানের আবেদনপত্রের প্রিন্ট কপির সঙ্গে ব্যাঙ্কের পাশবিক বাঞ্চনীয়, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি নম্বর থাকতে হবে।

ছাত্রছাত্রীরা বিশদে জানতে https://www.wbmdfc.org/Home/scholarship- ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Read more!
Advertisement
Advertisement