Advertisement

West Bengal Student Scholarship: মাধ্যমিক পাশ করলেই মিলবে ১০ হাজার টাকা, পড়ুয়াদের জন্য রাজ্যের স্কলারশিপ, কারা পাবেন-কীভাবে আবেদন?

আর কিছুদিনের মধ্যেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। এরপর পড়াশুনা চালিয়ে যেতে অর্থের প্রয়োজন হলে রাজ্য সরকার দেবে টাকা। প্রতি বছর অন্তত ১০, ০০০ টাকা পেতে পারে পডুয়ারা। রাজ্য সরকারের তরফে এই স্টুডেন্ট স্কলারশিপ দেওয়া হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2023,
  • अपडेटेड 10:34 AM IST
  • আর কিছুদিনের মধ্যেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
  • এরপর পড়াশুনা চালিয়ে যেতে অর্থের প্রয়োজন হলে রাজ্য সরকার দেবে টাকা
  • প্রতি বছর অন্তত ১০, ০০০ টাকা পেতে পারে পডুয়ারা

West Bengal Student Scholarship: আর কিছুদিনের মধ্যেই হবে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ফলপ্রকাশ (Result)। এরপর পড়াশুনা চালিয়ে যেতে অর্থের প্রয়োজন হলে রাজ্য সরকার (West Bengal State Government) দেবে টাকা। প্রতি বছর অন্তত ১০, ০০০ টাকা পেতে পারে পডুয়ারা। রাজ্য সরকারের তরফে এই স্টুডেন্ট স্কলারশিপ (Student Scholarship) দেওয়া হয়। যাঁরা এখনও জানেন না, তাদের এই সম্পর্কে জেনে রাখা উচিত। মেধাবী- আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের এই স্কলারশিপের অধীনে সরকারের তরফে সাহায্য প্রদান করা হয়। একে 'নবান্ন স্কলারশিপ'-ও বলা হয়। 

কারা পাবেন এই সুবিধা?
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকস্তরের ছাত্রছাত্রীরা এই স্টুডেন্ট স্কলারশিপ পাবে।  

'নবান্ন স্কলারশিপ'- পেতে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
এই স্কলারশিপ পেতে হলে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। উচ্চমাধ্যমিক পাশ হলে পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতকস্তরের পর স্কলারশিপ চাইলে যে কোনও শাখায় ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন তাদের এই স্কলারশিপ দেওয়া হবে। 

আরও পড়ুন

কত টাকা করে পাওয়া যাবে?
'নবান্ন স্কলারশিপ' প্রতি বছর সর্বনিম্ন ১০,০০০ টাকা দেওয়া হবে পড়ুয়াদের। তবে কোর্সের সময়সীমা ও সেগুলির খরচ অনুযায়ী টাকার পরিমাণ বাড়তে পারে। এছাড়াও, শেষ পরীক্ষয় প্রাপ্ত সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপে টাকার পরিমাণ বাড়ানো হতে পারে।

'নবান্ন স্কলারশিপ'-এ আবেদনের প্রয়োজনীয় তথ্য
আবেদনকারী পড়ুয়াদের নবান্ন স্কলারশিপের আবেদনপত্র, পরীক্ষার মার্কশিট, সরকারি গেজেটেড অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, বর্তমান কোর্স ফিয়ের ভর্তির রশিদ, সেলফ ডিক্লারেশন কপি, এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র জমা দিতে হবে।

কীভাবে আবেদন?
সবার আগে www.wbcom.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি বসান। তারপর সেটি অফলাইনে জমা দিতে হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নবান্ন ও উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরকন্যায় এটি জমা দিতে হবে। কোনও আবেদনকারী নিজে অথবা তার পরিবারের কেউ গিয়ে আবেদনপত্রটি জমা করলে Received Copy-টি রাখতে হবে।  Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, 711102 ও Uttarkanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri -734015-তে জমা দেওয়া যাবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement