Advertisement

WBJEE 2022 Counselling: কবে থেকে রাজ্য জয়েন্ট কাউন্সেলিং? জানাল বোর্ড

পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল রাজ্য জয়েন্টের। জয়েন্ট বোর্ডের দাবি, আইএসসি এবং সিবিএসসি বোর্ডের পড়ুয়াদের কথা মাথায় রেখে ফলপ্রকাশে বিলম্ব করা হল। এবারের পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি ছিল। রাজ্য থেকে ৬৯৪১৩ জন এবং রাজ্যের বাইরের ছিলেন ৩২ হাজার পরীক্ষার্থী ছিলেন। পাশের হার ৯৮.৫ শতাংশ।

জয়েন্টের ফল প্রকাশ। জয়েন্টের ফল প্রকাশ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2022,
  • अपडेटेड 4:05 PM IST
  • পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল রাজ্য জয়েন্টের।
  • জয়েন্ট বোর্ডের দাবি, আইএসসি এবং সিবিএসসি বোর্ডের পড়ুয়াদের কথা মাথায় রেখে ফলপ্রকাশে বিলম্ব করা হল।
  • পাশের হার ৯৮.৫ শতাংশ।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। মেধাতালিকায় প্রথম দশে  ৬ জন সিবিএসই বোর্ড থেকে। বাকি চারজনের মধ্যে ২ জন দু'জন আইএসসি বোর্ডের এবং ২  জন রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের। অগস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হতে পারে।

পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল রাজ্য জয়েন্টের। জয়েন্ট বোর্ডের দাবি, আইএসসি এবং সিবিএসসি বোর্ডের পড়ুয়াদের কথা মাথায় রেখে ফলপ্রকাশে বিলম্ব করা হল। এবারের পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি ছিল। রাজ্য থেকে ৬৯৪১৩ জন এবং রাজ্যের বাইরের ছিলেন ৩২ হাজার পরীক্ষার্থী ছিলেন। পাশের হার ৯৮.৫ শতাংশ। রাজ্যের বোর্ড থেকে সর্বাধিক র‍্যাঙ্ক পেয়েছেন ৫২.২ শতাংশ অর্থাৎ ৪১৮৩৯ জন। ২৭.৭৪ শতাংশ র‍্যাঙ্ক পেয়েছেন সিবিএসই থেকে। ফলের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি।

গত বারের মতো এ বারও ৩৪ হাজারের মতো আসন হবে বলে আশা করছে বোর্ড। কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিংয়ের তিনটি পর্যায় শেষ করা হবে বলে জানিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ফাঁকা আসনের তথ্য এবং জয়েন্ট মেইনসের ফল প্রকাশিত হওয়ার পর জয়েন্টে কাউন্সেলিং শুরু হবে। আশা করা হচ্ছে, অগস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হতে পারে তিন পর্যায়ের কাউন্সেলিং।   

আরও পড়ুন

প্রথম হয়েছেন  হিমাংশু শেখর। একই নামের ছাত্রই দ্বিতীয়। বারাকপুর সেন্ট্রাল মডার্ন স্কুলের ছাত্র হিমাংশু প্রথম স্থানাধিকারী। আর হিমাংশু শিলিগুড়ির নির্মান বিদ্যা জ্যোতিস্কুল ভানুনগরের ছাত্র। ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায় তৃতীয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement