Advertisement

WBJEE Result 2022: জয়েন্টে প্রথম ও দ্বিতীয় একই নামের ছাত্র, প্রথম দশে রাজ্য বোর্ডের ২

প্রথম দশে ৬ জন সিবিএসই বোর্ড থেকে, দু'জন আইএসসি বোর্ড থেকে এবং দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে। বিকেল চারটে থেকে জয়েন্টের ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ককার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। 

রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ।রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2022,
  • अपडेटेड 3:35 PM IST
  • প্রকাশিত হল জয়েন্টের ফল।
  • প্রথম ও দ্বিতীয়স্থানে একই নামের ছাত্র।
  • প্রথম দশে রাজ্য বোর্ডের ২ ছাত্র।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। প্রথম হয়েছেন সিবিএসই বোর্ডের হিমাংশু শেখর। কাকতালীয়ভাবে একই নামের পরীক্ষার্থী হয়েছেন দ্বিতীয়। বিকেল ৪টে থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল জানা যাবে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-এ।

এবার খানিকটা কাকতালীয়ভাবে জয়েন্টে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছেন একই নামের দু'জন পরীক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর নাম হিমাংশু শেখর। প্রথম হিমাংশু বারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু শেখর শিলিগুড়ির শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। তিনি আইএসই বোর্ডের ছাত্র। মেয়েদের মধ্যে প্রথম তথা চতুর্থ হয়েছেন সাউথ পয়েন্টের ছাত্রী জাহ্নবী শ।

পঞ্চম হয়েছেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র। বাংলা বোর্ডের মধ্যে তিনিই প্রথম। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে ষষ্ঠ স্থানাধিকারী। তিনিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র। 

আরও পড়ুন

সপ্তম হয়েছেন জামশেদপুরের ডিবিএমএস কদমা হাই স্কুলের দেবরাজ কর্মকার। সাউথ পয়েন্ট স্কুলের অগ্নিদ্ধ দে হয়েছেন অষ্টম। ক্যালকাটা বয়েজ হাই স্কুলের অয়ন অধিকারী নবম। বারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দশম।    

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, প্রথম দশে ৬ জন সিবিএসই বোর্ড থেকে, দু'জন আইএসসি বোর্ড থেকে এবং দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে। বিকেল চারটে থেকে জয়েন্টের ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ককার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। 

গতবারের তুলনায় এ বার ২০ শতাংশ  বেশি পরীক্ষার্থী ছিলেন। ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ হল। পরীক্ষা দিয়েছিলেন ৮১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ৮০ হাজার ১৩২ জন উত্তীর্ণ হয়েছেন। ফলের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। অগাস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে রেজিস্ট্রেশন। 

 

Read more!
Advertisement
Advertisement