উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একগাদা লিখলেই যে বাংলায় ভাল নম্বর পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। সময় বুঝে সঠিক প্রশ্ন বেছে নির্ভুলভাবে গুছিয়ে উত্তর লিখে বাংলায় খুব ভাল নম্বর তোলা যেতেই পারে। পরীক্ষার্থীদের জানালেন বীরভূমের খয়েরবুনী হাইস্কুলের বাংলার শিক্ষিকা বর্ণালী বসু।