এ যেন আস্ত একটি রেলের কামরা। তার নামও আছে, এমনকী কোচ নম্বরও। আর তার ভিতরে বসে ক্লাস করছে ছোট ছোট খুদে পড়ুয়ারা। ক্লাসরুমের চারপাশ জুড়ে রয়েছে পাঠ্য বইয়ের পাতাগুলি। এমনই অভিনব ছবি দেখতে পাওয়া গেল শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাল্মীকি বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। স্কুলের ক্লাসরুমকে এভাবে সাজানোর ফলে স্কুলে হাজিরার সংখ্যা বেড়েছে। স্কুলের আকর্ষণে ক্লাস বাদ দিতে রাজি নয় কোনও পড়ুয়াই। আর স্কুলছুট কমতে থাকায় খুশি শিক্ষকরাও।