মাধ্যমিক ২০২২-এর মেধাতালিকায় ৬৯২ পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থানে জায়গায় করে নিল মালদার আদর্শবাণী অ্যাকাডেমি হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। বাবা মৃণাল সরকার ও মা চন্দ্রিকা সরকার, তাঁরা দুজনেই পেশায় শিক্ষক ও শিক্ষিকা। বাড়ি মালদার গাজোল ব্লকের বিধানপল্লি এলাকায়। খবর প্রকাশ্যে আসতেই তাকে অভিনন্দন জানাতে বাড়িতে হাজির হন স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ স্কুলের শিক্ষকেরা। ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হতে চায় সে।