মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর (West Bengal Madhyamik 10th Result 2023) ফল ঘোষণা হল আজ। দশম হয়েছেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্র অয়নদীপ সেনগুপ্ত। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অয়নদীপ।