২০ মাসের প্রতীক্ষার অবসান।মঙ্গলবার থেকে রাজ্যে খুলে গেল স্কুল। কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই স্কুল খোলে এদিন। তবে কোভিড বিধি মেনে। ছুটির ঘণ্টা, শিক্ষক-পড়ুয়াদের সেই চেনা পরিবেশ পাওয়া গেল স্কুল চত্বরে। সব রকমের করোনাবিধি মেনেই খোলা হয় স্কুলগুলি। স্কুলে ঢোকার আগে থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। মুখে মাস্ক পরে ছেলে-মেয়েরা স্কুলে ঢোকে। নির্দেশ মেনে, প্রতিটি বেঞ্চে ২ জন করে বসে পড়ুয়ারা।