Advertisement

Assam Assembly Elections : অসম ভাগের চেষ্টা হচ্ছে, বুঝেশুনে ভোট দিন, আবেদন মনমোহনের

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আজ আমি আপনাদেরই একজন কথা বলছি। ফের একবার বিধানসভা ভোটে নিজেদের মতামত জানানোর সময় এসে গিয়েছে। আপনাদের সবাইকে বুঝেশুনে ভোট দিতে হবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংপ্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
অশোক সিঙ্ঘল
  • দিল্লি,
  • 27 Mar 2021,
  • अपडेटेड 7:07 PM IST
  • অসম ভাগের চেষ্টা হচ্ছে
  • বুঝেশুনে ভোট দিন
  • আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

শুরু হয়ে গিয়েছে অসম বিধানসভার ভোট। শনিবার ছিল প্রথম দফার ভোট। এরই মাঝে বুঝেশুনে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)।

তিনি আর্জি জানিয়েছেন, এমন সরকার বেছে নিন যারা সংবিধান এবং গণতন্ত্র বজায় রাখতে পারবে। তিনি জানিয়েছেন, সমাজকে ধর্ম, ভাষা এবং সংস্কৃতির ওপর ভিত্তি করে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তিনি অসমবাসীর কাছে আবেদন করেছেন।

এ ব্য়াপারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) এক ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আজ আমি আপনাদেরই একজন কথা বলছি। ফের একবার বিধানসভা ভোটে নিজেদের মতামত জানানোর সময় এসে গিয়েছে। আপনাদের সবাইকে বুঝেশুনে ভোট দিতে হবে।

আরও পড়ুন

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) বলেন, আপনার নিজের ভবিষ্যৎ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে রয়েছে। আপনাদের কাছে কংগ্রেস এবং মহাজোটকে ভোট দেওয়ার আবেদন জানাব।

তিন ওই রাজ্য থেকে দীর্ঘদিনের সাংসদ ছিলেন। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) আরও বলেছেন, গত কয়েক বছর ধরে অসম আমার দ্বিতীয় বাড়ি। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয়। আমি এখান থেকে সাংসদ ছিলাম। ১৯৯১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এখান থেকে সাংসদ ছিলাম। রাজ্যসভায় অসমের প্রতিনিধিত্ব করতাম। অসমের মানুষ আমাকে যে ভাবে ভালবেসেছেন, স্নেহ দিয়েছেন, সে জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকব।

অসমে তিন দফায় ভোট
অসমে রয়েছে ১২৬টি বিধানসভা। সেখানে তিন দফায় ভোট নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচম কমিশন। জোর কদমে চলছে প্রচার। প্রথম ভোট ছিল ২৭ মার্চ। তারপরে ১ এপ্রিল এবং তৃতীয় ও শেষ দফার ভোট ৬ এপ্রিল। ২ মে ফলাফল ঘোষণা হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৬৪টি আসন। 

২০১৬ সালে নির্বাচনে জিতেছিল বিজেপি। তারা সরকার গঠন করেছিল। বিজেপি পেয়েছিল ৬০টি আসন। তাদের সহযোগী দল পেয়েছিল ২৬টি আসন। কংগ্রেস ২৬টি আসন পেয়েছিল। অন্যদিকে, এআইইউডিএফ পেয়েছিল ১৩টি আসন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement