Advertisement

India Today Conclave East 2021: 'বদরুদ্দিন অসমের সংস্কৃতির শত্রু', Congress-AIUDF জোটের বিরুদ্ধে সরব হিমন্ত

কংগ্রেস (Congress) নেতা রণদীপ সিং সুরজেওয়ালার (Randeep Singh Surjewala) এক বক্তব্যের প্রক্ষিতে বিজেপি (BJP) নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, 'রণদীপকে ধন্যবাদ, কারণ তিনি বলেছেন বদরুদ্দিন আজমলের সঙ্গে যৌথভাবে অসমের (Assam) সংস্কৃতিকে রক্ষা করতে চান। কিন্তু কোনও অসমিয়া যখন বদরুদ্দিনের নাম শোনেন তখন ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর আপনি তাঁকে নিয়ে অসমের সংস্কৃতি বাঁচাতে চান?' বদরুদ্দিনের বিরুদ্ধে মঠ ও জমি দখলের পাশাপাশি অসমের সংস্কৃতিতে ধ্বংস করারও অভিযোগ তোলেন হিমন্ত। 

হিমন্ত বিশ্ব শর্মা (ছবি সূত্র-ইন্ডিয়া টুডে)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2021,
  • अपडेटेड 12:30 PM IST
  • 'বদরুদ্দিন অসমের সংস্কৃতি ধ্বংস করেছেন'
  • 'রাহুল গান্ধীকে বলুন জোট না করতে'
  • সুরজেওয়ালাকে বললেন হিমন্ত

অসমের (Assam) বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের (Badruddin Ajmal) দল এআইইউডিএফ-এর (AIUDF) সঙ্গে জোট করাকে ঘিরে কংগ্রেসের (Congress) সমালোচনায় সরব হলেন বিজেপি (BJP) নেতা তথা অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১ (India Today Conclave East 2021)-এর মঞ্চে ভার্চুয়ালি উপস্থিত হন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) এবং কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala)। কংগ্রেস নেতার এক বক্তব্যের প্রক্ষিতে হিমন্ত বলেন, 'রণদীপকে ধন্যবাদ, কারণ তিনি বলেছেন বদরুদ্দিন আজমলের সঙ্গে যৌথভাবে আসামের সংস্কৃতিকে রক্ষা করতে চান। কিন্তু কোনও অসমিয়া যখন বদরুদ্দিনের নাম শোনেন তখন ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর আপনি তাঁকে নিয়ে অসমের সংস্কৃতি বাঁচাতে চান?' বদরুদ্দিনের বিরুদ্ধে মঠ ও জমি দখলের পাশাপাশি অসমের সংস্কৃতিতে ধ্বংস করারও অভিযোগ তোলেন হিমন্ত। 

রণদীপকে বিজেপি নেতা আরও বলেন, 'আমি দুঃখিত, কারণ আমি একসময় কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস যেভাবে বদরুদ্দিনের সঙ্গে জোট করেছে সেটা অসমের নতুন প্রজন্ম মেনে নেবে না। কারণ বদরুদ্দিন, যিনি অসমের সংস্কৃতির শত্রু, তাঁকে আপনারা রাজনৈতিক জমি করে দিচ্ছেন।' রণদীপকে হিমন্তের পরামর্শ , 'অসমের মানুষের জন্য যদি একটুও ভাল ভাবনা থাকে তাহেল রাহুল গান্ধীকে বলুন জোট না করতে। কারণ জোটের মাধ্যমে হয়ত আপনারা রাজনৈতিক সুবিধা পাবেন, কিন্তু অসমের মানুষের মন থেকে চিরতরে চলে যাবেন।'  

এদিন রাহুল গান্ধীর নেতৃত্বকেও রীতিমতো কটাক্ষ করেন হিমন্ত। রণদীপ সুরজেওয়ালাকে হিমন্ত বলে, 'যতদন রাহুল গান্ধী আছেন ততদিন আপনারা ক্ষমতায় আসতে পারবেন না।' পাশাপাশি অন্য এক কথার প্রেক্ষিতে সুরজেওয়ালাকে তিনি বলেন, 'যেভাবে আপনি বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে গবেষণা করেছেন, তাতে আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি আপনিও আমাদের দলে আসবেন।' এই কথার প্রেক্ষিতে পালটা, 'সুরজেওয়ালা বলেন, হিমন্ত ভাল মানুষ। তবে রাজনৈতিক ভাবে রাস্তা হারিয়েছেন। কিন্তু আগামিদিনে নিশ্চয় তাঁরা ঘর ওয়াপসি হবে।'

Advertisement

  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement