Advertisement

নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুর, DGP-র কাছে রিপোর্ট তলব

মগরাহাটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিপি  রাজীব কুমারের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে।

সি মুরুগানকে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনসি মুরুগানকে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 10:33 AM IST
  • মগরাহাটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
  • রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে।
  • আগামী ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছে।

মগরাহাটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিপি  রাজীব কুমারের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছে।

রিপোর্ট তলব করে ডিজিপি-কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঘটনার দিন মগরাহাট-১, মগরাহাট-২ এবং কুলপি ব্লকের SIR ক্যাম্পগুলোতে পর্যবেক্ষকের জন্য সুরক্ষা ব্যবস্থা ঠিক ছিল না। যে কারণে সি মুরুগানকে সরকারি কাজে বাধা, অযথা স্লোগানিং এমনকী গাড়িতে ভাঙচুরের মতো ঘটনার সাক্ষী থাকতে হয়েছে। এ বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, সেই রিপোর্ট আগামী ৬ জানুয়ারির মধ্যে চেয়ে পাঠিয়েছে কমিশন।

সি মুরুগানের সফর সম্পর্কে আগে থেকে পুলিশকে জানানো সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটল, ডিজিপিকে চিঠি লিখে সেই জবাব চাইল কমিশন। চিঠিতে রাজ্য পুলিশের দিকে তোপ দেগে কমিশন জানায়, “এই ঘটনাগুলি পুলিশ প্রশাসনের গুরুতর গাফিলতির প্রতিফলন”। 

এছাড়াও, কমিশন নির্দেশ দিয়েছে ভবিষ্যতে কোনও নির্বাচনী তালিকা পর্যবেক্ষক বা SIR-এর পর্যবেক্ষক সফরে গেলে অবশ্যই একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের নেতৃত্বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। যাতে সরকারি দায়িত্ব পালনের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। SIR ও অন্য নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই নির্দেশগুলি কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়েছে।

 উল্লেখ্য,গত ২৯ ডিসেম্বর মগরাহাটের একটি SIR ক্যাম্পে পরিদর্শনের সময় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতার একটি ভিড়। দাবি করা হচ্ছে, সেই দলে বেশিরভাগই ছিলেন মহিলা। তাঁরা পর্যবেক্ষকের গাড়ির বেরনোর রাস্তা আটকে দেন। গাড়ির বনেট ও কাচে ধাক্কা দেওয়া হয়। এমনকী একটি কাচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ মানবপ্রাচীর তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও এই ঘটনায় পুলিশি নিরাপত্তায় মোটেই খুশি হতে পারেনি কমিশন। আর এই চিঠিতে আরও একবার সেই কথাই স্পষ্ট হল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement