Advertisement

SIR Hearing : যেতে হবে না কোথাও, বাড়িতে বসেই হবে হিয়ারিং, কাদের? জানিয়ে দিল নির্বাচন কমিশন

অসুস্থ, বয়স্ক বা শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই হিয়ারিংয়ের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে CEO দফতরে গিয়ে আর্জিও জানায় তারা। সোমবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন

হিয়ারিং নিয়ে নির্দেশিকা কমিশনের হিয়ারিং নিয়ে নির্দেশিকা কমিশনের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 11:28 PM IST
  • অসুস্থ, বয়স্ক বা শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই হিয়ারিংয়ের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস
  • কী জানাল নির্বাচন কমিশন?

অসুস্থ, বয়স্ক বা শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই হিয়ারিংয়ের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে CEO দফতরে গিয়ে আর্জিও জানায় তারা। সোমবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হল, বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা বা কারও বয়স ৮৫ বছরের বেশি হলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়েই হিয়ারিং হবে। যদিও আগেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার তা বিজ্ঞপ্তি আকারে জানাল কমিশন।  

CEO দফতর সূত্রে খবর, সোমবার সন্ধেবেলাতেই জেলাশাসকদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। উপরে উল্লেখিত ব্যক্তিদের যদি ইতিমধ্যেই হিয়ারিংয়ে ডাকা হয়ে থাকে তাহলে তা বাতিল করতে হবে ও জানিয়ে দিতে হবে, তাঁদের বাড়িতেই হিয়ারিং হবে। কোথাও আসতে হবে না। এই কাজটি করবেন ইআরও, বিএলও বা এইআরও। 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই বয়স্কদের বাড়িতে হিয়ারিং করানোর দাবি করে আসছে তৃণমূল। সোমবার এই দাবি-সহ আরও একাধিক বিষয় নিয়ে সিইও দফতরে যায় তৃণমূলের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল। বয়স্কদের বিষয়টি উত্থাপন করা হয়। তারপরই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 

যাঁরা রাজ্যের বাইরে থাকে তাঁদের যাতে ভার্চুয়ালি হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়, সেই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন জানাতে পারেন। তবে ভার্চুয়ালি হিয়ারিং হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন ইআরও। 
 

Read more!
Advertisement
Advertisement