Advertisement

'ED-র দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় আহত', TMC-র সঙ্গে সেটিংয়ের অভিযোগে শমীক বললেন...

রাজ্যে একাধিকবার ED অভিযান ও তার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই এরাজ্যে ED-CBI -এর নাটক চলছে বলে বারেবারে অভিযোগ করেছে কংগ্রেস ও সিপিআইএম।

ED-TMC'এর সেটিংয়ের অভিযোগের কী বললেন শমীক?ED-TMC'এর সেটিংয়ের অভিযোগের কী বললেন শমীক?
Aajtak Bangla
  • 11 Jan 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • ED নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
  • ED-CBI -এর নাটক চলছে বলে বারেবারে অভিযোগ করেছে কংগ্রেস ও সিপিআইএম।
  • এ বিষয়ে বিজেমূল তত্ত্ব খাঁড়া করেছে বাং-কং।

রাজ্যে একাধিকবার ED অভিযান ও তার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই এরাজ্যে ED-CBI -এর নাটক চলছে বলে বারেবারে অভিযোগ করেছে কংগ্রেস ও সিপিআইএম। এ বিষয়ে বিজেমূল তত্ত্ব খাঁড়া করেছে বাং-কং। তবে এবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও জানালেন, ED-র দীর্ঘ তদন্ত প্রক্রিয়া তাঁদেরকেও আহত করেছে।

রবিবার সাংবাদিক বৈঠকে শমীককে সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন করা হলে, তাতে পাত্তা দেননি বিজেপি নেতা। এ বিষয়ে বাম ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "বাম ও কংগ্রেসের ভোট আগে শতাংশে থাকলেও এবার এই কারণেই  নোটার নীচে চলে যাবে। দুটো শতাব্দী প্রাচীন দল পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার কোনও প্রতিনিধি পাঠাতে পারেনি। এই সেটিং তত্ত্ব বলে বলেই কংগ্রেস-CPIM-এর এই অবস্থা হয়েছে।" যদিও এরপরই শমীক বলেন, "ED ভারত সরকারের নিয়ন্ত্রনাধীন। এবিষয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে আমি কিছু বলতে পারি না।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে ED আধিকারিকদের সামনে থেকে গিয়ে ফাইল নিয়ে এলেন? সাংবাদিকের করা এই প্রশ্নের উত্তরে শমীক জানান, "আমি ED-র প্রতিনিধি নই। ইডি-র বিষয়ে আমি কিছু বলতে আসিনি। কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে ইডি-র আধিকারিকরা কি ফাইল নিয়ে টানাটানি করত?"

এদিন শমীক স্পষ্ট করে বলেন, "ইডি-র যা বক্তব্য তা তারা সুপ্রিম কোর্টে বলবে। যা তদন্ত চাওয়ার সেখানে চাইবে। বিজেপির সঙ্গে ED-র কোনও যোগাযোগ নেই। আমরা দেখতে চাই প্রকৃত অপরাধী ধরা পড়েছে। এই চোর পুলিশ খেলা দীর্ঘদিন ধরে চলছে। বছরের পর বছর চলছে।"
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement