প্রথমে অনিহা, তারপরে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকের পর মত বদল। ফের ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ঘাটাল থেকে লড়ছেন টলি সুপারস্টার। বৃহস্পতিবার থেকে ঘাটালে ভোটের প্রচার শুরু করছেন দেব। এদিন ঘাটালে তাঁর রোড শো করার কথা রয়েছে বলে সূত্রের খবর।
গত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সব প্রার্থীদের নিয়ে হাঁটেন মমতা। তবে সেদিনের সভায় যোগ দেননি দেব। যা নিয়েও আলোচনা চলেছে। কারণ, এবার ভোটে দাঁড়াতে একপ্রকার রাজি ছিলেন না দেব। পরে অবশ্য মত বদলান তিনি। এই আবহে ব্রিগেডের সভায় দেবের অনুপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। অবশেষে বৃহস্পতিবার থেকেই পুরোদমে ভোটের প্রচারে নামছেন দেব। এই মুহূর্তে 'খাদান' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব। তার মধ্যেই লোকসভার লড়াইয়েও শামিল তারকা। বৃহস্পতিবার ঘাটালে রোড শো থেকে কী বার্তা দেন দেব, তা নিয়ে চলছে আলোচনা। সূত্রের খবর, রোড শো শেষে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করারও কথা দেবের।
অন্য দিকে, এবার ঘাটালে দুই নায়কের লড়াই দেখতে চলেছেন বঙ্গবাসী। তৃণমূলের দেবের বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী হিরণ। দু'জনই টলিপাড়ার নায়ক। তবে ইদানীং সেভাবে আর ছবিতে দেখা যায় না হিরণকে। রাজনীতিতেই সক্রিয় তিনি। গরু পাচার মামলায় দেবকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে দেবকে বার বার আক্রমণ করেছেন হিরণ। যদিও হিরণ সম্পর্কে সেভাবে আক্রমণাত্মক হতে দেখা যায়নি দেবকে। ভোটের প্রচারে এসে প্রতিপক্ষকে কোনও বার্তা দেব দেন কি না, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের একাংশের।
রুপোলি পর্দায় জনপ্রিয়তার নিরিখে হিরণের থেকে কয়েক কদম এগিয়ে দেব। ২ বারের সাংসদ তিনি। হিরণ গত বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে জয়ী হয়েছেন। তবে এবার লড়াই লোকসভার। সেই লড়াইয়ে দুই নায়কের মধ্যে কার জিৎ হয়, সেদিকেই তাকিয়ে সকলে।